Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Congress

শতবর্ষে ‘অসাম্প্রদায়িক’ সিদ্ধার্থকে স্মরণ দলের

বিধান ভবনে এ দিন সিদ্ধার্থ-স্মরণ অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়-সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব।

(বাঁ দিকে) সিদ্ধার্থ শঙ্কর রায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে তাঁর বাড়িতে আব্দুল মান্নান ও অন্যরা। ডান দিকে, বিধান ভবনে সিদ্ধার্থ-স্মরণ। নিজস্ব চিত্র।

(বাঁ দিকে) সিদ্ধার্থ শঙ্কর রায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে তাঁর বাড়িতে আব্দুল মান্নান ও অন্যরা। ডান দিকে, বিধান ভবনে সিদ্ধার্থ-স্মরণ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০৫:০১
Share: Save:

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের অসাম্প্রদায়িক ভূমিকাকে বিশেষ ভাবে স্মরণ করার কথা বলল কংগ্রেস। সিদ্ধার্থবাবুর জন্মশতবর্ষে মঙ্গলবার নানা অনুষ্ঠানে তাঁর ধর্মনিরপেক্ষ নীতি এবং উন্নয়নে নজরের কথাই উঠে এল নেতাদের কথায়।

বিধান ভবনে এ দিন সিদ্ধার্থ-স্মরণ অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়-সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। প্রদীপবাবু বলেন, ‘‘সিদ্ধার্থবাবুর মন্ত্রিসভায় একসঙ্গে পাঁচ জন সংখ্যালঘু মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন সম্পূর্ণ ভাবে অসাম্প্রদায়িক এক নেতা। কিন্তু তাঁকে কখনও ভেক ধরতে হয়নি, নানা সম্প্রদায়ের মন পেতে তাঁদের বিশেষ পোশাক পরে কোনও অনুষ্ঠানে হাজির হতে হয়নি।’’ একই সুরে মান্নানও বলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষ ও উন্নয়নমূলক নানা কাজের কথা। বেলতলায় সিদ্ধার্থবাবুর বাড়ির অনুষ্ঠানেও গিয়েছিলেন মান্নান। বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সিদ্ধার্থবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বহরমপুরে।

তবে সাম্প্রতিক কালে সব অনুষ্ঠানে বাম ও কংগ্রেস নেতাদের একত্রে দেখা গেলেও জরুরি অবস্থার স্মৃতির কারণে এ দিন ছিল ব্যতিক্রম। বিধানসভার অনুষ্ঠানেও দেখা যায়নি বাম বিধায়কদের কাউকে।

অন্য বিষয়গুলি:

Congress Siddhartha Shankar Ray
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE