জমিকে কেন্দ্র করে দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুলে আগামী ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভের ডাক দিল কংগ্রেস। দলের রাজ্য সদর দফতর বিধান ভবনে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ভূমি ও ভূমি সংস্কার দফতরে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, “আমরা দেখছি, রাজ্যের বিএলআরও অফিসগুলিতে নানা গুরুতর দুর্নীতি ঘটছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষত নিম্নবিত্ত ও আদিবাসীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।” শুভঙ্করের অভিযোগ, বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। এর ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ছাড়া, বিএলআরও দফতরগুলিতে প্রশাসনের মদতে ‘দালাল-চক্র’, বেআইনি ভাবে জমির রেকর্ড বদল, সরকারি খাস জমি দখল এবং বেআইনি ভাবে বিক্রির মতো নানা অভিযোগও করেছে কংগ্রেস।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)