গত বর্ষায় মাইথন জলাধার থেকে জল ছাড়া নিয়ে ডিভিসি এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধ বেধেছিল। প্রশাসনের তরফে অভিযোগ করা হয়েছিল, ডিভিসি আগাম না-জানিয়েই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছেড়ে দেওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি-কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দেন, তাঁরা রাজ্যকে জানিয়েই জল ছেড়ে থাকে। এ বারের বর্ষায় যাতে কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি না-হয়, সেই জন্য বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং ডিভিসি-র চেয়ারম্যান ল্যাংস্টি। নবান্নের খবর, এ বছর পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো হবে। জল ছাড়ার প্রয়োজন হলে অনেক আগে থাকতে সতর্ক করে দেওয়া হবে রাজ্যকে। তবে নবান্নের কর্তারা মনে করছেন, এ বছর বৃষ্টি কার্যত না-হওয়ায় জলাধারগুলিতে বর্ষার জল ধরে রাখা যাবে। জল ছাড়ার মতো পরিস্থিতি না-ও তৈরি হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy