Advertisement
২৭ অক্টোবর ২০২৪
RG Kar Protest

আর্থিক তহবিল নিয়ে নিশানায় অনিকেতরা

যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে। তাদের কথায়, “হুমকি সংস্কৃতির মধ্যে আর্থিক দুর্নীতিও কী ভাবে চলেছে, সেটা সকলেই জানেন।”

জুনিয়র ডাক্তারদের আন্দোলন।

জুনিয়র ডাক্তারদের আন্দোলন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ০৮:৩১
Share: Save:

আন্দোলনের নামে বিপুল অঙ্কের আর্থিক তহবিল তৈরি করা হয়েছে। আর জি করের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক সমাজের আন্দোলনকে নিশানা করে এমনই অভিযোগ তোলা হচ্ছে সমাজমাধ্যমে। এ বার জুনিয়র চিকিৎসক ফ্রন্টের বিরুদ্ধে প্রকাশ্যে সেই অভিযোগ তুলল জুনিয়র চিকিৎসকদের পাল্টা নবগঠিত অ্যাসোসিয়েশন। শনিবার ওই সংগঠনের তরফে দাবি করা হয়, আন্দোলনের নামে যে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা তোলা হয়েছে, তা দিয়ে কী করা হয়েছে সেটা প্রকাশ্যে জানানো হোক। এমনকি, ইডি তদন্তের দাবিও তোলা হয়।

যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে। তাদের কথায়, “হুমকি সংস্কৃতির মধ্যে আর্থিক দুর্নীতিও কী ভাবে চলেছে, সেটা সকলেই জানেন।” জুনিয়র চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের তরফে শ্রীশ চক্রবর্তী বলেন, “ফ্রন্টের এক সদস্যের ব্যক্তিগত অ্যাকাউন্টে ২৮ লক্ষ টাকা ঢুকেছে। তিনি আবার ময়না তদন্তে সন্তুষ্ট বলে সই করেছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনিকেত মাহাতো আমাদের কুখ্যাত দুষ্কৃতী বলে সমাজের সামনে অপদস্থ করলেন। তা হলে যাঁরা আন্দোলনের নামে টাকা তুললেন, তাঁরা কেন দুষ্কৃতী নন?” আর এক সদস্য সৌরভকুমার দাস বলেন, “নির্যাতিতার বিচারের নামে টাকা কেন তোলা হবে? কারা দিলেন সেই টাকা? অন্য কোন জায়গা থেকে টাকার জোগান এসেছে, সেটাও তদন্ত করে দেখা প্রয়োজন।”

অভিযোগ অস্বীকার করে ফ্রন্টের তরফে অনিকেত মাহাতো বলেন, “আমাদের আর্থিক তহবিলের সমস্ত হিসেব, নথি আছে। ইতিমধ্যেই অডিট করা হচ্ছে। তারপরেই আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে আনা হবে। তবে, ওঁরা সাত-আটটি সংগঠন মিলিয়ে চার কোটির হিসেব বলছেন। ফ্রন্ট ছাড়া অন্য সংগঠনের আর্থিক তহবিলের দায়িত্ব আমাদের নয়।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE