শুক্রবার কয়লা পাচার মামলায় ইডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। —ফাইল চিত্র।
কয়লা পাচার মামলায় ইডির বিরুদ্ধে অভিষেকের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে
আজ, শুক্রবার কয়লা পাচার মামলায় ইডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষাকবচ বহাল রেখেছে শীর্ষ আদালত। আজ নজর থাকবে এই মামলার শুনানির দিকে।
মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি
মণিপুরের পরিস্থিতি নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এর আগে এই মামলায় উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। নজর থাকবে এই খবরের দিকে।
বিধানসভার বাদল অধিবেশন
আজ বিধানসভার বাদল অধিবেশন রয়েছে। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ে আলোচনা হয় বিধানসভায়। আজ অধিবেশনে কী হয় নজর থাকবে সে দিকে।
সংসদের অধিবেশন ও মণিপুর-দ্বৈরথ
মণিপুরের পরিস্থিতির আঁচ পড়েছে সংসদের চলতি অধিবেশনে। এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চায় বিরোধীরা। গত কয়েক দিন ধরে সংসদ উত্তাল হয়ে উঠে। বিরোধীদের তুমুল হইহট্টগোলে অধিবেশন বার বার মুলতুবি হয়ে যায়। আজ মণিপুর নিয়ে সংসদে আলোচনা হয় কি না তা দেখার।
মণিপুরের পরিস্থিতি
প্রায় তিন মাস হতে চলছে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু'শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। ওই ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্য দিকে, মণিপুরের ঘটনায় নজিরদারি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে রাজ্যে ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
অ্যাশেজ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন
আজ অ্যাশেজে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন। বিকেল সাড়ে ৩টে নাগাদ এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।
উত্তরাখণ্ড, দিল্লি-সহ উত্তর ভারতের বর্ষণ পরিস্থিতি
প্রবল বর্ষণে জলমগ্ন উত্তরাখণ্ড, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতিতে অসমে ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ। সেখানে ১৭টি জেলায় ৬৭ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র নদ-সহ বিভিন্ন নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্য দিকে, দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। শুধু উত্তর ভারতে দুর্যোগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লির প্রচুর জায়গায় জল জমে যায়। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
যাত্রাপথে চন্দ্রযান-৩
গত ১৪ জুলাই সফল ভাবে হয়েছে উৎক্ষেপণ চন্দ্রযান-৩। সেটি পৃথিবীর কক্ষপথে পৌঁছেও গিয়েছে। মঙ্গলবার পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। আজ নজর থাকবে চন্দ্রযানের নানা খবরের দিকে।
টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত
টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy