Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

বার্সেলোনায় বাণিজ্য বৈঠকে মমতা। সংসদে বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক মামলা শুনানি। ধর্মতলায় বাম কৃষক সমাবেশ।

An image of Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২২
Share: Save:

বার্সেলোনায় বাণিজ্য বৈঠকে মমতা

আজ বার্সেলোনায় বাণিজ্য সম্মেলনে মিলিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মাদ্রিদেও বাণিজ্য সম্মেলন করেছেন তিনি। প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হওয়ার অনুষ্ঠানেও বিনিয়োগের প্রস্তাব এসেছে। আজকের সম্মেলন নিয়েও আশাবাদী রাজ্য সরকার।

সংসদে বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন

সোমবার ছিল পুরনো সংসদ ভবনে শেষ অধিবেশন। পূর্ব নির্ধারিত ঘোষণা মতো গণেশ চতুর্থীর দিন অর্থাৎ আজ নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ কিছু বিল পেশ করা হতে পারে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক মামলার শুনানি

আজ প্রাথমিক মামলার শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সিবিআইয়ের কাছে কেস ডায়েরি তলব করেছে হাই কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সিবিআইকে দুপুর ১২টায় কেস ডায়েরি নিয়ে হাজির হতে হবে।

ধর্মতলায় বাম কৃষক সমাবেশ

১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে তৃণমূল দিল্লিতে ধর্না দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্য দিকে, বিজেপির বক্তব্য, তৃণমূল টাকা লুট করেছে। গ্রামীণ রোজগারের এই প্রকল্প-সহ কৃষকদের অন্যান্য সমস্যা নিয়ে আজ ধর্মতলায় সমাবেশ করবে বাম কৃষক সংগঠনগুলি। সেখানে উপস্থিত থাকবেন হান্নান মোল্লা, অশোক ধাওয়ালের মতো সর্বভারতীয় বাম কৃষক নেতারা।

গ্রাফিক: সনৎ সিংহ।

এশিয়ান গেমসের সূচনা

আজ থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। সোনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার। শুরু বিকেল সাড়ে ৪টে থেকে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আজ বেলা ৩টে নাগাদ পুরসভায় নিজের ঘরে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি, আগামী কয়েক দিন শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে বরোভিত্তিক বেশ কিছু বৈঠকও করবেন মেয়র। কলকাতার পাশাপাশি, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি আজ নজরে থাকবে।

রাজ্যের আবহাওয়া

সোমবার থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ চলতে পারে বৃষ্টি। তবে বৃষ্টির কারণ একমাত্র বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নয়। আবহবিদেরা জানিয়েছেন, একটি নিম্নচাপ অক্ষরেখাও গিয়েছে বাংলার উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি। আজ বাংলার আবহাওয়ার দিকে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

News of the Day Mamata Banerjee parliament Justice Abhijit Gangopadhyay CPM Asian Games Dengue West Bengal Weather Update
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy