Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
mamata banerjee

বিরতি কাটিয়ে ফের শুরু জেলা সফর, চার দিনের জন্য উত্তরবঙ্গে মমতা

আমপানের পরে বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠকের জন্য এক বার বসিরহাট গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৬
Share: Save:

চার দিনের সফরে উত্তরবঙ্গ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের সংক্রমণ এবং দীর্ঘ লকডাউনের জেরে জেলা সফর মাস ছয়েক বন্ধ রেখেছিলেন মমতা। আমপানের পরে বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠকের জন্য এক বার বসিরহাট গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে প্রশাসনিক কাজে যে ভাবে টানা কয়েক দিনের জন্য জেলা সফরে বেরিয়ে যেতেন তিনি, তা বন্ধ রাখতে হয়েছিল। এই উত্তরবঙ্গ সফরের মাধ্যমে আবার সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল।

সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উড়ান ধরেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উত্তরকন্যায়। মঙ্গলবার থেকে উত্তরকন্যাতেই বৈঠক শুরু করবেন। এই দফার সফরে ৫টি জেলার প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। সোমবার কোনও বৈঠক থাকছে না।

মঙ্গলবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর তিনি বৈঠক করবেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে। আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার প্রশাসনের সঙ্গে বুধবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বসবেন। ৫ জেলার প্রশাসন ও পুলিশকর্তারা ছাড়াও মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকরাও বৈঠকে ডাক পেতে পারেন। প্রয়োজনে ডাকা হতে পারে বিধায়কদেরও। শিলিগুড়ি নগর নিগমের প্রশাসন তথা শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যকেও দার্জিলিং জেলার বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন:রাজ্যের মুখ্যসচিব হচ্ছেন আলাপন, বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন​

জেলা সফর মাস ছয়েকের ব্যবধানে শুরু করছেন ঠিকই, তবে মমতা উত্তরবঙ্গে গেলেন প্রায় আট মাস পরে। জানুয়ারিতে দার্জিলিং গিয়েছিলেন। সেটাই ছিল তাঁর শেষ উত্তরবঙ্গ সফর। ১ অক্টোবর মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে আসছেন। তবে তার পরেও একের পর এক জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সফর চলতে থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় এটাই মমতার শেষ দফার প্রশাসনিক সফর হতে চলেছে কি না, তা নিশ্চিত নয়। কিন্তু নভেম্বরের মধ্যেই তিনি সব জেলায় প্রশাসনিক বৈঠক সেরে নিতে চাইছেন বলে খবর।

বিভিন্ন সরকারি প্রকল্পের হাল বা অগ্রগতি কোন জেলা কেমন, এই সফরগুলিতে সে সব খতিয়ে দেখবেন মমতা। কোনও প্রকল্প যদি ঝুলে থাকে, তা হলে কেন রয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেবেন। আটকে থাকা বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বন্দোবস্তও এই সব বৈঠক থেকেই তিনি করতে চান। যে সব উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি তিনি জেলায় জেলায় দিয়েছিলেন, সেগুলির কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হোক, মুখ্যমন্ত্রী এমনই চাইছেন বলে খবর।

আরও পড়ুন:কৃষক বিক্ষোভের আঁচ রাজধানীতে, পুড়ল ট্রাক্টর, পঞ্জাবে অনড় চাষিরা

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর এই সফর গত সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল। ২১ থেকে ২৪ সেপ্টেম্বর শিলিগুড়িতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আবহাওয়ার অবনতি হয়। উত্তর থেকে দক্ষিণ, প্রায় গোটা রাজ্যেই ভারী বৃষ্টি শুরু হয়। ফলে সফর স্থগিত রাখতে হয় মুখ্যমন্ত্রীকে। এক সপ্তাহ পিছিয়ে দিয়ে ২৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছেন, এ কথাও তখনই জানিয়ে দেওয়া হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Politics North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy