মমতার অভিযোগ, মণিপুরের মতো বাংলাতেও হিংসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। — ফাইল চিত্র।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুড়মিরা হামলা করেনি। করেছে বিজেপি। শনিবার শালবনিতে তৃণমূলের নবজোয়ার সভায় দাঁড়িয়ে এ কথা স্পষ্ট ভাবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর অভিযোগ, মণিপুরের মতো বাংলাতেও হিংসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। কুড়মি, মাহাতোদের মধ্যে বিরোধ তৈরি করে ‘ফায়দা’ তুলতে চাইছেন কিছু নেতা। এ নিয়ে রীতিমতো হুঁশিয়ারিও দিলেন তিনি।
শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘নবজোয়ার’ কর্মসূচির ‘রোড শো’ শেষে লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় শালবনি যাচ্ছিল। সেই সময় ৫ নম্বর রাজ্য সড়কের দু’ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা। কনভয়ের শেষে ছিল রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি। তাঁর গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন তিনি এবং গাড়ির চালক। এ নিয়ে অভিষেক আগেই দাবি করেছিলেন যে, কুড়মিদের বিক্ষোভে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনেছিলেন তিনি। এ বার মমতাও এই ঘটনার নেপথ্যে ‘বিজেপির হাত’ দেখলেন। শালবনির সভায় তিনি বলেন, ‘‘কুড়মি ভাইয়েরা এ কাজ করে না। করেছে বিজেপি।’’
মমতা জানিয়েছেন, এত দিন বাংলায় জাতপাতের রাজনীতি হত না। বিজেপি সেটাই করার চেষ্টা করছে। মণিপুরে যেমন হিংসা ছড়ানো হয়েছে, তেমন এই রাজ্যেও তা ছড়াচ্ছে বিজেপি। পাহাড়ে এর আগে রাজবংশী এবং কামতাপুরীদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করেছে। তিনি সামলেছেন। এখন কুড়মি আর আদিবাসীদের মধ্যে সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে। তার জেরে লাভ তুলতে চাইছে বিজেপি। মমতার কথায়, ‘‘মণিপুরের মতো জাতিহিংসা করতে চায়। রাজবংশী-কামতাপুরী লাগাও। এখন কুড়মি আর আদিবাসী লাগিয়ে দাও। বিজেপি ফায়দা তুলবে। অনেক নেতাদের কোটি কোটি টাকা দিচ্ছে।’’
তিনি যে এ সব জাতপাতের ঊর্ধ্বে, তা-ও জানিয়েছেন মমতা। শালবনির সভায় মমতা জানিয়েছেন, তিনি পদবি সাধারণত বলেন না। নিজের বাবা-মায়ের দেওয়া পদবি সরকারি কাজে ব্যবহার করেন। তাঁর মতে, সকলের উপরে রয়েছে মানুষ। তাঁর কথায়, ‘‘আমার বাঁ হাত যদি কুড়মি হয়, ডান হাত আদিবাসী। আমার চোখ দুটো যদি হয় তফসিলি, নাক ওবিসি। আমার মুখ-ঠোঁট মা-বোনের হলে পা দুটো ছাত্র-যৌবনের।’’ তিনি যে কোনও মতেই বিজেপির হিংসার রাজনীতিকে বরদাস্ত করবেন না, তা বার বার বুঝিয়ে দিয়েছেন। আর কনভয়ে হামলার নেপথ্যেও কোনও ভাবে কুড়মিদের দায়ী করতে চান না।
কুড়মিরা যে অভিষেকের কনভয়ে হামলার জন্য দায়ী নয়, তা জানিয়ে শনিবার টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি টুইটারে লিখেছেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে কুড়মি নেতৃত্ব জানিয়ে দিলেন, শুক্রবার রাতে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় তাঁরা ছিলেন না। ফলে জয় শ্রীরাম বলে কারা এসেছিলেন, তা স্পষ্ট।’’ জনসভায় একই দাবি করে বিজেপির দিকে আঙুল তুললেন তৃণমূলনেত্রী মমতাও।
24 ঘন্টার মধ্যে কুরমি নেতৃত্ব জানিয়ে দিলেন শুক্রবার রাতে @abhishekaitc এর কনভয়ে হামলার ঘটনায় তাঁরা ছিলেন না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 27, 2023
ফলে 'জয় শ্রীরাম' বলে কারা এসেছিল, তা স্পষ্ট।
শনিবার অভিষেকের জনজোয়ার আরও বড়।
বাধা যত, বাড়বে তত। pic.twitter.com/eH3nxxy1uq
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy