Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Anganwadi Salaray Increased

অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতনবৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, এপ্রিল থেকেই বর্ধিত বেতন

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তিনি বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা করবেন। সেই মতো সকাল ১০টায় সমাজমাধ্যমের পাতায় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সাধারণ মানুষের স্বার্থে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সাধারণ মানুষের স্বার্থে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। — গ্রাফিক: সৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১০:১৫
Share: Save:

অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতনবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন যে, বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা করবেন তিনি। সেই মতো, বুধবার সকাল ১০টায় সমাজমাধ্যমে নিজের পাতায় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। এ ছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে ৭৫০ টাকা। আইসিডিএস সহকারী বা আইসিডিএস হেল্পারদের বেতনও প্রতি মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি পাবে। এপ্রিল থেকেই নতুন বর্ধিত বেতনক্রম কার্যকর হবে।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Salary Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy