(বাঁ দিকে) সিপিএমের দলীয় ঝান্ডা। দলীয় সম্মেলনে হাতাহাতির খণ্ডচিত্র (ডান দিকে)। ছবি: প্রতীকী এবং সংগৃহীত।
টলি পাড়ায় অ্যাকশন ছবির দৃশ্য তৈরি হল সিপিএমের সম্মেলনে। যে দল ভোটে বেশির ভাগ জায়গায় জামানত রক্ষা করতে পারছে না, সেই দলের সাংগঠনিক সম্মেলনে তুমুল গোষ্ঠীকোন্দল তৈরি হল। যা গড়াল হাতাহাতিতে। সামাল দিতে হিমশিম খেলেন নেতারা।
শুক্রবার থেকে শুরু হয়েছিল সিপিএমের টালিগঞ্জ-২ এরিয়া কমিটির সম্মেলন। শনিবার তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই শুক্রবারের তপ্ত পরিবেশ শনিবার হাতাহাতিতে পৌঁছে যায়। যাতে ইন্ধন দেয় স্থানীয় সিপিএম নেতা গৌতম গুহ রায়ের স্ত্রীর একটি ফেসবুক পোস্ট। তা নিয়ে সম্মেলনে বিতর্ক হচ্ছিল। সূত্রের খবর, স্থানীয় স্তরের দুই তরুণ নেতা টিভু এবং টুবাইয়ের মধ্যে হাতাহাতিতে তপ্ত হয়ে ওঠে সম্মেলন। টুবাই এবং টিভু— দু’পক্ষের লোকেরাই তখন মঞ্চের কাছাকাছি জায়গায় এগিয়ে যায় এবং আরও সমস্যা পাকায়। সূত্রের খবর, এক দম্পতি ওই মারামারির মধ্যে জড়িয়ে পড়েন।
এই এলাকা থেকেই কয়েক দিন আগে এক তরুণ নেতাকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। সেই প্রেক্ষাপটেই সম্মেলনের চাটু তেতে ছিল। আর তাতেই রুটি সেঁকল সিপিএমের দুই গোষ্ঠী।
শনিবার মধ্যরাত পর্যন্ত সিপিএমের টালিগঞ্জ-২ এরিয়া কমিটির সম্মেলনে ভোটাভুটি চলছে। ৩৪৩ জন ভোট দিয়েছেন। সেই ভোটগণনার পর্ব চলছে। গুনতে গুনতে ভোর হয়ে যাবে। তবে, সিপিএমের এক প্রথম সারির নেতা টালিগঞ্জের সম্মেলন সম্পর্কে খোঁজখবর নিয়ে একান্ত আলোচনায় বলেছেন, “যাঁরা অনেকে ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছেন তাঁদের কেউ কেউ তৃণমূলকে ধরেই করে কম্মে খাচ্ছেন। সকালে এক, আর বিকেল বেলায় সিপিএম।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy