প্রতীকী ছবি।
টালা সেতুতে ভারী গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পরিবহণের যে কর্মীদের কাজ আপাতত বন্ধ, তাঁদের জন্য সরকারি সহায়তার দাবি তুলল সিটু। টালা সেতুর উপর দিয়ে বাস এবং ট্রাক চলাচল এখন বন্ধ। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ের বক্তব্য, ঘুরপথে যেতে হওয়ায় খরচ বেশি এবং যাত্রী কম হচ্ছে, এই কারণ দেখিয়ে বিভিন্ন রুটের তিনশোর বেশি বাস ও মিনিবাস বন্ধ রেখেছেন মালিকেরা। তার ফলে দুই থেকে আড়াই হাজার পরিবহণ শ্রমিকদের কাজ বন্ধ। মালিকদের সঙ্গে সরকার বারবার আলোচনায় বসলেও শ্রমিকদের নিয়ে কেন মাথাব্যথা নেই, প্রশ্ন তুলেছেন সুভাষবাবু। তিনি মনে করিয়ে দিয়েছেন, হাইকোর্টের দূষণ সংক্রান্ত রায়ের জেরে গাড়ি পরিবর্তনের জন্য যখন কয়েক দিন বাস, মিনিবাস বন্ধ ছিল, বাসের শ্রমিকদের জন্য তখন এককালীন দু’হাজার টাকা করে সরকারি সাহায্যের ব্যবস্থা করেছিলেন তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy