বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারের শিবির থেকে চাকরি পেলেন ১৫৪৩ জন। কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশনের ৫৯৭ জন প্রাক্তন সক্রিয় কর্মী ও ৪১১ জন প্রাক্তন মাওবাদী সদস্যকে চাকরি দেওয়া হল ওই শিবির থেকে। চাকরি দেওয়া হল সশস্ত্র হামলার শিকার ৩৬ জনের পরিবারের সদস্যকেও। পাশাপাশি, জঙ্গলমহলে তরুণ-তরুণীদের উৎসাহ দেওয়ার জন্য স্থানীয় খেলোয়াড়দের মধ্যে থেকে ৪৯৯ জন চাকরি পেলেন। সব মিলিয়ে সংখ্যাটি ১৫৪৩। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নতুন নিয়োগেরও। বললেন, ‘‘আগামী ৩ বছরে আরও ২৪ হাজার কনস্টেবল ও ২ হাজার ৪০০ জন সাব ইনস্পেক্টর নিয়োগ করা হবে।’’
পাশাপাশি, ‘লিভ কম্পেনসেশন পে’ আগে ছিল ৩০ দিন। সেটা ৫২ দিন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, এই ছুটি বাড়িয়ে ৬০ দিন করে দেওয়া হবে। পুলিশকর্মীরা ছুটির মধ্যেও কাজ করেন। তাঁরা যাতে কাজে উৎসাহ পান, সেই কারণেই এই পদক্ষেপ করার কথা বলেন তিনি।
পুলিশদের উৎসাহ দেওযার জন্য বিমা, ছুটি-সহ বৃহস্পতিবার একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দক্ষতার বিচারে কলকাতার পুলিশ, বাংলার পুলিশ সেরা। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৭৫ জন পুলিশকর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তাঁদের আর্থিক সাহায্য ও চাকরি দিয়েছে রাজ্য সরকার।’’ কোভিডের সময় রাজ্য ও কলকাতা পুলিশের ভূমিকা ও রক্তদানের একাধিক অনুষ্ঠান আয়োজন নিয়েও সাধুবাদ দেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই সময়ের মধ্যে ৬টি নতুন পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। ৯টি নতুন পুলিশ জেলা হয়েছে, ৭টি নতুন পুলিশ ব্যাটেলিয়ান হয়েছে। এই কয়েক বছরের মধ্যে ১৬২টি নতুন থানা হয়েছে। তৈরি হয়েছে ৪৮টি মহিলা থানা।’’
মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘‘পুলিশ যেমন নিজের কাজ করে, তেমনই পুলিশকে দেখার দায়িত্ব রাজ্য সরকারের। সেই কারণে যাঁরা ১৫ বছর হোমগার্ডে কাজ করেছেন, তাঁদের নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের কাজের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড নতুন করে গড়ে তোলা হচ্ছে। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ ডে।’’
এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন রাজারহাট-নিউটানের আদিবাসী ভবন। সেখানে আদিবাসী মানুষেরা যেমন থাকতে পারবেন, তেমনই সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ আরও অনেক কিছু। বৃহস্পতিবার লেপচা ভবনেরও উদ্বোধন করেন মমতা। উদ্বোধন করেন আকাঙ্ক্ষা হাউজিং কমপ্লেক্সও। যেখানে থাকছে ৫৭৬টি ফ্ল্যাট। এ ছাড়াও তারাপীঠের তোরণ ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন বনরিনি প্রকল্পেরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy