Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Chhatra Parishad's Rally

ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল

ডাক্তারির ছাত্রীর নিহত হওয়ার পরে কে বা কারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন, কেন দ্রুত দেহের সৎকার করা হল, এমন নানা প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।

কলকাতা জেলা ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল। কলেজ স্ট্রিটে।

কলকাতা জেলা ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল। কলেজ স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৭
Share: Save:

আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত ‘গুন্ডা-বাহিনী’র হাতে সাধারণ মানুষের হেনস্থার অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করল ছাত্র পরিষদ। সংগঠনের কলকাতা জেলার সভাপতি দেবজ্যোতি দাসের নেতৃত্বে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত মিছিল ছিল। ডাক্তারির ছাত্রীর নিহত হওয়ার পরে কে বা কারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন, কেন দ্রুত দেহের সৎকার করা হল, এমন নানা প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE