Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Calcutta High Court

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হলেন শিবজ্ঞানম, নিয়োগের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন তিনি।

Central Government appoints T.S. Sivagnanam as the Chief Justice of Calcutta High Court.

বিচারপতি হিসাবে হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ রয়েছে বিচারপতি শিবজ্ঞানমের। ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২১:২৭
Share: Save:

কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রের আইন মন্ত্রক। গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এর পর সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যেই হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমকে নিয়োগের কথা টুইটারে জানিয়েছেন। সেখানে বিচারপতি শিবজ্ঞানমকে শুভেচ্ছাবার্তা জানিয়ে রিজিজু লেখেন, ‘‘কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি হওয়া আমি বিচারপতি শিবজ্ঞানমকে আমার শুভেচ্ছা জানাই।’’

বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ২০১১ সালে বিচারপতি হিসাবে তিনি উন্নীত হন। সেখানে ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করেছিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি (প্রধান বিচারপতির পরের স্থান) হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। বিচারপতি হিসাবে হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ রয়েছে বিচারপতি শিবজ্ঞানমের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE