Advertisement
০৫ নভেম্বর ২০২৪
তদন্ত শুরু করেছে সিবিআই।

তদন্ত শুরু করেছে সিবিআই। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
হাঁসখালি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৭:৪১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৭:৪১ key status

ব্রজ গায়ালির বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকল সিবিআই

মূল অভিযুক্ত ব্রজ গায়ালির বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকল সিবিআই। ঘর থেকে উদ্ধার হল একটি বিছানার চাদর। তদন্তকারীদের অনুমান ঘটনার দিন ব্যবহৃত হয়েছিল এই চাদর ।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:৩১ key status

হাঁসখালি পৌঁছল সিবিআইয়ের বিশেষ ফরেনসিক দল

হাঁসখালি নির্যাতিতার বাড়িতে পৌঁছল সিবিআইয়ের বিশেষ ফরেনসিক দল এবং নির্যাতিতার বাড়িতে পৌঁছেছে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল দেখা করে পরিবারের সঙ্গে।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:১৪ key status

হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত

হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে ধৃত দু’জনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার রাত ১২টায় সিবিআই  হাঁসখালি থানায় যায়। তারও অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সিবিআই সূত্রে খবর।  

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৫:২০ key status

হাঁসখালিতে নওশাদ সিদ্দিকি

হাঁসখালিতে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১১:৩৮ key status

হাঁসখালিতে যাবে বিজেপি-র প্রতিনিধি দল

বৃহস্পতিবার হাঁসখালিতে যাবে বিজেপি-র ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দল। প্রতিনিধিদের দলের নেতৃত্বে থাকছেন ভারতী ঘোষ। দুপুর ৩টে নাগাদ গ্রামে যাবেন তাঁরা। গ্রামে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবে। 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১০:২৭ key status

নির্যাতিতা বাড়ি ও ঘটনাস্থল যাবে সিবিআই

সকাল সাড়ে এগারোটা নাগাদ নির্যাতিতার বাড়িতে যাবে সিবিআইয়ের বিশেষ দল। তদন্তকারী দলের প্রতিনিধিরা কথা বলবেন তার পরিবারের সঙ্গে। দুপুর আড়াইটা নাগাদ তাঁরা যেতে পারেন ঘটনাস্থলে।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ০৯:৪৮ key status

রাতেই হাঁসখালিতে সিবিআই দল

তদন্তভার হাতে নিয়ে বুধবার মধ্যরাতে হাঁসখালি থানায় পৌঁছে যায় সিবিআইয়ের চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। তাঁরা প্রায় ৪ ঘণ্টা কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্যাতিতার বাডি়তেও যাবে ওই প্রতিনিধি দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE