Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Subiresh Bhattacharya

তদন্তে অসহযোগিতা! সুবীরেশকে অন্য রাজ্যে জেরার নির্দেশ দিতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

তদন্তে সিবিআইকে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য, হাই কোর্টে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে জেরা করা হতে পারে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগ সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগ সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩
Share: Save:

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা করছেন না ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কলকাতা হাই কোর্টে বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার পরিপ্রেক্ষিতে সুবীরেশকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ দিতে পারেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার শুনানি চলাকালীন আদালতে সিবিআই জানায়, তাঁদের তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বিচারপতি জানতে চান, কেন্দ্রীয় গোয়েন্দারা সুবীরেশকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান কি না। ভুবনেশ্বর কিংবা অসমে নিয়ে গিয়েও তাঁকে জেরা করা যেতে পারে, জানান বিচারপতি। এ প্রসঙ্গে তিনি রাজ্যের পুলিশ কর্তা রাজীব কুমারের প্রসঙ্গ টানেন। সারদা মামলায় তাঁকে শিলংয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ ক্ষেত্রেও তেমন কিছু নির্দেশ দেওয়া যেতে পারে বলে জানান বিচারপতি। তবে সব দিক খতিয়ে দেখে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও একই নির্দেশ দিতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে মানিকের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সুবীরেশের প্রসঙ্গে সিবিআইকে পাল্টা প্রশ্নও করেন বিচারপতি। তিনি জানতে চান, সিবিআইয়ের গোয়েন্দারা সুবীরেশকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিলেন কি না। সেখানে কত ক্ষণ জেরা চলেছে? সিবিআই হেফাজতেই বা দিনে কত ক্ষণ জেরা করা হয়েছিল? আধ ঘণ্টার মধ্যে সিবিআইকে সব প্রশ্নের উত্তর দিতে বলেন বিচারপতি। মামলার শুনানি ফের শুরু হবে বিকেল ৪টেয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE