এনপিআর রুখতে জনগণনা ভবন অভিযানের ডাক দিল নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ। পিটিআইয়ের তোলা প্রতীকী ছবি।
কলকাতায় সিএএ-র প্রতিবাদে ধর্না হয়েছে, পাহাড় থেকে সাগর যাত্রা হয়েছে এনআরসি-র প্রতিবাদে। এ বার এনপিআর রুখতে জনগণনা ভবন অভিযানের ডাক দিল নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ। তার আগে গ্রাম থেকে আধা-শহর হয়ে পদযাত্রা করে শহরে পৌঁছবেন প্রতিবাদীরা।
যুক্ত মঞ্চের বক্তব্য, এনপিআর-কে জনগণনার অঙ্গ হিসেবে দেখিয়ে কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে এনপিআর হল এনআরসি-র প্রথম ধাপ। দেশ জুড়ে আগামী ১ এপ্রিল থেকে এনপিআর-এর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ওই উদ্যোগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে যুক্ত মঞ্চ। এই বিষয়ে মঞ্চের তরফে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করেছেন দেবর্ষি চক্রবর্তী। আইনি লড়াইয়ের পাশাপাশিই মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদকে জোরালো করতে গ্রাম থেকে শহর পদযাত্রা এবং আগামী ৫ মার্চ বিধাননগরে জনগণনা ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
কলকাতা প্রেস ক্লাবে দেবর্ষি মঙ্গলবার বলেন, ‘‘এনপিআর-এর জন্য কেন্দ্র যে টাকা বরাদ্দ করেছে, তার কোনও আইনি ভিত্তি নেই। শুধুমাত্র বিধি জারি করে প্রথমে এনপিআর, তার পরে ‘ডাউটফুল’ নাগরিক চিহ্নিত করা এবং তার পরে এনআরসি ও নাগরিকত্ব কার্ড দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বেআইনি প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জনগণনা কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস দেওয়া হয়েছে। আদালতে তাদের বক্তব্য জানাতে হবে।’’ মঞ্চের তরফে প্রসেনজিৎ বসু, ইমতিয়াজ মোল্লাদের বক্তব্য, যাঁদের ভোটে জিতে নরেন্দ্র মোদী-অমিত শাহদের সরকার ক্ষমতায় এসেছে, তাঁদেরই নাগরিকত্ব অস্বীকার করে বিপদে ফেলে দেওয়া মেনে নেওয়া যায় না। প্রসেনজিতের মন্তব্য, ‘‘সরকার চলে ‘সত্যমেব জয়তে’ মন্ত্রে। অথচ এই সরকারটা মিথ্যা আর অর্ধসত্য ছাড়া কিছু বলতে পারে না!’’
আরও পড়ুন: খুনের আগে রাতভর রিয়া-রমাকে নিয়ে মদ্যপান করেছিলেন সাদ্দাম
ক্যানিংয়ের দেউলি বাজার থেকে ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার শুরু হবে পদযাত্রা। ভাঙড়, হাড়োয়া, দেগঙ্গা, শাসন, রাজারহাট হয়ে পদযাত্রার শেষে ৫ মার্চ হবে জনগণনা ভবন অভিযান। করুণাময়ী মোড়ে সে দিন জমায়েতের ডাক দেওয়া হয়েছে। প্রাক্তন আইএএস কান্নন গোপীনাথন, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রাম্জের (ভিক্টর) পাশাপাশি সিপিআইয়ের তরুণ নেতা কানহাইয়া কুমারকেও ৫ মার্চের জমায়েতে আমন্ত্রণ জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy