Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
Baharampur Medical College

বহরমপুর মেডিক্যালে ছাত্রীর মত্যু ‘রহস্যজনক’! দাবি শুনে পরিবারের জবানবন্দি নেওয়ার নির্দেশ হাই কোর্টের

২৩ বছরের তনুশ্রী গোস্বামীর দেহ কলেজ হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ দাবি করে, ছাত্রী আত্মহত্যা করেছেন। যদিও মৃতের পরিবার ওই দাবি মানতে চায়নি।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ১৯:৩৬
Share: Save:

বহরমপুর মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, পুলিশকে ওই পরিবারের গোপন জবানবন্দি নিতে হবে। মৃতের মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করতে হবে তদন্তকারী আধিকারিকদের। আগামী ২৯ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পুলিশকে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা করতে হবে।

গত বছর মুর্শিদাবাদের বহরমপুর মেডিক্যাল কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়। ২৩ বছরের তনুশ্রী গোস্বামীর দেহ কলেজ হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ দাবি করে, ছাত্রী আত্মহত্যা করেছেন। যদিও মৃতের পরিবার ওই দাবি মানতে চায়নি। তাদের বক্তব্য, মেয়ের মৃত্যুর নেপথ্যে রহস্য রয়েছে। ওই কলেজের এক অধ্যাপক এবং কয়েক জন পড়ুয়া কোনও একটি বিষয় নিয়ে ছাত্রীকে হুমকি দিচ্ছিলেন বলে দাবি পরিবারের। তারা মনে করছে, ছাত্রীর মৃত্যুর নেপথ্যে ওই বিষয়টি জড়িয়ে থাকতে পারে। তদন্তের আওতায় পুলিশ এ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

পেশায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ওই ছাত্রীর বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর এক বছর পরেও পুলিশ ন্যূনতম কোনও তদন্ত করেনি। তাঁদের পরিবারের বয়ান পর্যন্ত নেওয়া হয়নি। এমনকি থানায় অভিযোগ জানানোর পরেও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। পুলিশের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভরদ্বাজ। তাঁর নির্দেশ, অবিলম্বে পরিবারের গোপন জবানবন্দি নিক পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE