Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Calcutta High Court

আরজি করের আবহে অন্য ধর্নায় অনুমতি নয়! প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জানিয়ে দিলেন বিচারপতি

প্রাথমিকের চাকরিপ্রার্থীরা নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে চেয়েছিলেন। সেই অনুমতি না দিলেও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নিহত ছাত্রনেতা আনিস খানের বাবাকে শ্যামবাজারে ধর্নায় বসার অনুমতি দিয়েছেন।

Calcutta high court did not give permission for sit-in protest in Nabanna bus stand

ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৯
Share: Save:

আরজি কর-কাণ্ডের আবহে যে ভাবে শহরের বিভিন্ন জায়গায় ধর্না চলছে, তাতে অন্য কোনও বিষয় নিয়ে ধর্নায় বসা ঠিক হবে না। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। ধর্নার অনুমতি চেয়ে শুক্রবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের ওই কথা জানিয়ে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

নবান্নের বাসস্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন তাঁরা। বিচারপতি ভরদ্বাজ তাঁদের আর্জি শোনার পর বলে দেন, ‘‘এই মুহূর্তে ধর্নায় বসা ঠিক নয়। কারণ এই মুহূতে চারিদিকে ধর্না চলছে আরজি কর-কাণ্ড নিয়ে। আগামী ১৭ সেপ্টেম্বরে মামলাটির শুনানি হবে। তার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

যদিও শুক্রবার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের বাবাকে ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। তবে তিনি নিজের সন্তানের জন্য আরজি কর-কাণ্ডের প্রতিবাদেই শ্যামবাজারে ধর্নায় বসতে চেয়েছিলেন। শুক্রবার কলকাতা হাই কোর্টে ধর্নার অনুমতি চেয়ে আনিসের বাবা সালেম খান বলেন, ‘‘আমিও সন্তান হারিয়েছি। ওঁরাও সন্তান হারিয়েছেন। তাই আমিও ওই প্রতিবাদে শামিল হতে চাই।’’ শ্যামবাজারে অবস্থানে বসার আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত তাঁকে সেই অনুমতি দিয়েছে।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Dharna R G Kar Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy