Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Alipore Zoo

‘চিড়িয়াখানার জমি দখল করে ব্যবসা’! শর্তসাপেক্ষে প্রতিবাদ মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে দখল করে ব্যবসার কাজে ব্যবহারের প্রতিবাদে মিছিল কর্মসূচির অনুমতি দিল হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কর্মসূচি শুরু করা যাবে।

Calcutta High Court allowed the rally to protest against the occupation of Alipore Zoo land

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৪:৪৪
Share: Save:

আলিপুর চিড়িয়াখানার জমি নাকি বেআইনি ভাবে দখল করে ব্যবসার কাজে ব্যবহার করা হবে। এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, যা নিয়ে এ বার পথে নামতে চায় বিজেপি ‘ঘনিষ্ঠ’ এক সংগঠন। তবে সেই সংগঠনের প্রতিবাদ মিছিলে পুলিশের অনুমতি ছিল না। তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় সংগঠন। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মিছিলের অনুমতি দেন। যদিও কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি।

আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে দখল করে ব্যবসার কাজে ব্যবহারের প্রতিবাদে মিছিল কর্মসূচির অনুমতি দিল হাই কোর্ট। বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কর্মসূচি শুরু করা যাবে। কিন্তু সেই কর্মসূচি শেষ করতে হবে দুপুর ৩টের মধ্যে। রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে পিটিএস মোড় হয়ে চিড়িয়াখানা পর্যন্ত যাবে ওই মিছিল। কর্মসূচিতে কত লোক যোগ দিতে পারবেন, তার সংখ্যাও বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি বলেন, ‘‘বৃহস্পতিবারের কর্মসূচিতে এক হাজারের বেশি লোক যোগ দিতে পারবেন না।’’ এই প্রতিবাদ মিছিলের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

আলিপুর চিড়িয়াখানার বিপরীতে পশু হাসপাতাল রয়েছে। তার পাশেই আছে বড় অ্যাকোয়ারিয়াম। সেখানে নানান প্রজাতির রং-বেরঙের ছোট-বড় মাছ সাজানো রয়েছে। অভিযোগ, পশু হাসপাতাল এবং অ্যাকোরিয়ামকে স্থানান্তরিত করা হবে। তার পর ওই জমিতে হবে প্রোমোটিংয়ের কাজ। এই নিয়ে প্রতিবাদে সরব হয় সমাজের একাংশ। সেই প্রতিবাদের অংশ হিসাবেই মিছিলের কর্মূচি হবে কলকাতায়।

অন্য বিষয়গুলি:

Alipore Zoo Alipore Zoo Hospital Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy