Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
viral video

খালি হাতে বিয়ের প্রস্তাব যুবকের, শুঁড় দুলিয়ে সানন্দে রাজি হল হস্তিনী! রইল ভাইরাল ভিডিয়ো

মজাচ্ছলেই হস্তিনীকে ওই যুবক প্রশ্ন করেন তাঁকে সে বিয়ে করবে কি না। সেই প্রশ্নের উত্তরে হাতি যা জবাব দিল, তা দেখে চমকে উঠেছে নেটমাধ্যম।

Viral video of a man who is giving marriage proposal to an elephant

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১০:০১
Share: Save:

বিভিন্ন পশু বা সরীসৃপের সঙ্গে সখ্যের ভিডিয়ো হামেশাই চোখে পড়ে সমাজমাধ্যমে। তা বলে বনের পশুকে সরাসরি বিয়ের প্রস্তাব! এমনই এক অদ্ভুত কাণ্ড করে বসলেন এক যুবক। বিশাল এক পূর্ণবয়স্ক হস্তিনীর কাছে গিয়ে তাঁকে বিয়ে করার প্রস্তাব দিলেন তিনি। মজাচ্ছলেই হস্তিনীকে ওই যুবক প্রশ্ন করেন, তাঁকে সে বিয়ে করবে কি না। সেই প্রশ্নের উত্তরে হাতি যা জবাব দিল তা দেখে চমকে উঠেছে নেটমাধ্যম। ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘দ্য রিয়াল টারজ়ান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। মাইক নামের ওই যুবককে খালি গায়ে মাথায় টুপি পরে হাতির সামনে দাঁড়িয়ে এই প্রস্তাব দিতে দেখা গিয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

হাতিটি বনের মধ্যে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নিজের আহার পর্ব সারছিল। সেই সময় মাইক এসে তার কাছে জানতে চান, সে মাইককে বিয়ে করতে রাজি কি না। প্রশ্ন শুনে বিনা দ্বিধায় মাথা নাড়িয়ে, শুঁড় দুলিয়ে সে জানিয়ে দেয় কোনও পুরুষ হাতি নয়, মানুষকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে চায় সে। হস্তিনীর জবাব পেয়ে কার্যত অবাক হয়ে যান মাইক। পরে তিনি হস্তিনীটিকে তার ডান ও বাম কান কোনটা জানতে চাওয়ায় শুঁড় দিয়ে তা নির্দেশ করে সকলকে অবাক করে দেয় সে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে ওই ভিডিয়োয়। এক সমাজমাধ্যম ব্যবহারকারী জানান, ‘‘হাতিরা খুবই বুদ্ধিমান জীব। ’’ অন্য এক জন লিখেছেন, ‘‘হাতিরাও ইংরেজি বুঝতে শুরু করে দিয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Elephant Marriage Instagram wildlife Animal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy