আগামী দু’সপ্তাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি রয়েছে। তার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আনা হল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সপ্তাহের প্রথম দিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে সব মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের বদলে বুধবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসবে মন্ত্রিসভার বৈঠক। কর্মসূচি নতুন করে সাজিয়ে বুধবারের বৈঠকে যোগদানের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। তবে কেন এই বদল, সেই প্রসঙ্গে কিছুই জানানো হয়নি মন্ত্রিসভার সদস্যদের।
আরও পড়ুন:
সূত্রের খবর, প্রায় দু’সপ্তাহ ধরে দুই মেদিনীপুরে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আনা হয়েছে। প্রসঙ্গত, সোমবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের উদ্বোধনের পর তাঁর গন্তব্য হবে মেদিনীপুর। মঙ্গলবার গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ফিরবেন কলকাতায়।
আগামী সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন দিঘায়। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন তিনি। তার আগে ২৯ এপ্রিল ওই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে একটি যজ্ঞানুষ্ঠান আয়োজিত হবে। সেখানেও যোগ দিতে পারেন তিনি। যেহেতু দিঘা শহরে এত বড় কর্মকাণ্ড আয়োজিত হতে চলেছে, তাই নিজে সেখানে থেকে পুরো বিষয়টির উপর নজরদারি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য প্রশাসনকে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি শুরু করে দেবে রাজ্য প্রশাসন। তাই নিজের যাবতীয় প্রশাসনিক ব্যস্ততা আগেই সেরে ফেলতে চান মুখ্যমন্ত্রী। তাই এক দিন এগিয়ে আনা হয়েছে মন্ত্রিসভার বৈঠক, এমনটাই জানাচ্ছে নবান্ন।