নিউ টাউনের বাড়িতে বিয়ে করে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ছেলে-বৌমাকে আশীর্বাদ করেছেন দিলীপের মা পুষ্পলতা ঘোষ। তবে দাদা ৬০ বছর বয়সে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন, তা বিশ্বাসই হচ্ছে না ভাই হীরক ঘোষের। সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যমে দিলীপের বিয়ে ঘিরে হইচই। কৌতূহলী দিলীপের গ্রামের বাড়ির প্রতিবেশীরা। দলে দলে গিয়ে তাঁরা জিজ্ঞাসা করছেন, ‘নাড়ু কি বিয়ে করছে?’ (দিলীপের ডাকনাম নাড়ু)। কী জবাব দেবেন বুঝতে পারছেন না হীরক। তাঁর দাবি, দাদার বিয়ের খবর তাঁদের কাছে ছিলই না। শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ান গ্রামের বাড়িতে বসে তিনি বলেন, ‘‘এখনও বিশ্বাস করতে পারছি না দাদা (দিলীপ) বিয়ে করছেন।’’ তাঁর সংযোজন, ‘‘যত ক্ষণ না দেখব, তত ক্ষণ পর্যন্ত বিশ্বাস করতেই পারব না।’’
শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ এবং বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের চারহাত এক হয়েছে। আমন্ত্রিত ছিলেন তাঁদের ‘ঘনিষ্ঠ বৃত্তের’ কিছু মানুষ। বিয়ের পর দিলীপ জানিয়েছেন, মায়ের কথাতেই বিয়ে করেছেন। তিনি এবং নববধূ মায়ের সেবা করবেন। নতুন জীবন শুরু করার আগে সকলের আশীর্বাদ এবং ভালবাসা চেয়েছেন বাংলার বর্ণময় ওই রাজনীতিক। অন্য দিকে, দিলীপের বিয়ের পাকা খবরই ছিল না তাঁর গ্রামে। এমনকি, দিলীপের ভাইয়ের কাছেও দাদার বিয়ের খবর ছিল না! হীরক বলেন, ‘‘গ্রামের সবাই অবাক হয়ে বাড়িতে এসে জিজ্ঞেস করছে। তাদের সঠিক উত্তর দিতে পারছি না।’’ পর ক্ষণেই তিনি বলেন, ‘‘কী ভাবে সঠিক উত্তর দেব? কারণ, আমার সঙ্গে এই বিষয়ে দাদার কোনও কথা হয়নি।’’
আরও পড়ুন:
গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর অদূরে দোতলা পাকা বাড়িতে দিলীপের ভাই এবং তাঁর পরিবার থাকেন। কিন্তু ঘোষ বাড়ির বড়ছেলের বিয়ের ‘ছাপ’ নেই সে বাড়িতে। গ্রামে দিলীপ পরিচিত নাড়ু নামে। পাড়ার বয়োজ্যেষ্ঠরা এখনও বিজেপি নেতাকে ‘নাড়ু’ বলেই ডাকেন। প্রতিবেশীদের কথায়, ‘‘নাড়ুদার মা হামেশাই বলতেন, ওঁকে বিয়ে করতে। সেটা পাড়ার লোকেরও অজানা নয়। কিন্তু নাড়ুদার গোঁ ছিল, কিছুতেই বিয়ে করবেন না। এখন সেই নাড়ুই যে বাধ্য ছেলে হয়ে সইসাবুদ করে বিয়ে করছেন তা বিশ্বাস হচ্ছে না।’’
দিলীপের ভাই হীরক এবং তাঁর স্ত্রী স্ত্রী গঙ্গা ঘোষ বসেছিলেন বাড়ির বারান্দায়। হীরক বলেন, ‘‘দাদা চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত আগেও নিয়েছেন। তবে যত ক্ষণ না পর্যন্ত বৌদির হাত ধরে দাদা ঘরে আসছেন, তত ক্ষণ বিশ্বাসই করতে পারছি না (বিয়ের কথা)।’’ পাশ থেকে গঙ্গা বলেন, ‘‘শাশুড়িমা কত বার বলেছেন, দাদাকে বিয়ে করার জন্য। সে কথা কানেই তুলতেন না। হঠাৎ জন্মদিনের আগে সুখবর এল। আমরা প্রত্যেকেই খুশি।’’
- প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ফ্ল্যাটেই গোধূলি লগ্নে চার হাত এক হল দু’জনের। উপস্থিত রইলেন বর-কনের পরিবার এবং ঘনিষ্ঠ কয়েক জন।
- বিজেপি নেতার বিয়ের অনুষ্ঠান হবে সম্পূর্ণ আড়ম্বরহীন ভাবে। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিকটজনেরাই।
- শুক্রবার গোধূলি লগ্নে দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ-রিঙ্কুর চারহাত এক হবে।
-
বিয়ের কথা এ বার ‘বিশ্বাস’ করলেন দিলীপের ভাই, বৌদিকে স্বচক্ষে দেখে তবেই
-
বিবাহ নয়, বিবৃতি!
-
৬০ বছরে বিয়ে মানায় না, মত আমিরের! দিলীপ দেখিয়ে দিলেন, ষাটোর্ধ্ব বিবাহের লাভ-ক্ষতি কী?
-
বৈশাখী সন্ধ্যায় এক হল চার হাত, রইল দিলীপ-রিঙ্কুর বিয়ের ফোটো অ্যালবাম
-
দিলীপের বিবাহ অভিযানে সঙ্ঘের বাধা? মা নাকি দল, ছাঁদনাতলায় শ্যাম আর কূল মেলালেন দিলীপ