আসানসোলের চিত্তরঞ্জন রেল কলোনিতে উদ্ধার এক মহিলার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম সঞ্চিতা চৌধুরী। তাঁর বয়স ৫৬ বছর। তাঁর স্বামী চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানার কর্মী। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কাজে গিয়েছিলেন সঞ্চিতার স্বামী প্রদীপ চৌধুরী। রাতে তিনি কারখানা থেকে চিত্তরঞ্জন রেল কলোনির বাড়িতে ফিরে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এবং আরপিএফ (রেল পুলিশ ফোর্স)-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে মহিলাকে। তবে হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয়। ঘটনার সময়ে সঞ্চিতা বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দলও।