Advertisement
২২ জানুয়ারি ২০২৫
BJP

সিএএ রাজনীতি মমতাকেই শরণার্থী করে দেবে, তোপ অমিতের

রবিবার বিহারে এবং সোমবার, ওড়িশা ‘জনসংবাদ র‌্যালি’তে বক্তৃতা দেন অমিত শাহ। তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ভার্চুয়াল সভা অমিতের।

‘জনসংবাদ র‌্যালি’-তে ভাষণ দিচ্ছেন অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ১১:০৬
Share: Save:

‘জনসংবাদ র‌্যালি’ থেকে এ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন অমিত শাহ। মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে, নিজের বক্তৃতায় রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন অমিত। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আয়ুষ্মান ভারত-সহ নানা প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলেও অভিযোগ তাঁর। সেইসঙ্গে দুর্নীতির অভিযোগেও তৃণমূলকে বিঁধেছেন তিনি। গত ৬ বছরে কেন্দ্রীয় সরকারের কাজের হিসাব দিয়েছেন তিনি। সেইসঙ্গে রাজ্য সরকারের থেকেও গত ১০ বছরের কাজের হিসাব চেয়েছেন অমিত শাহ।

‘জনসংবাদ র‌্যালি’-তে অমিত শাহের বক্তৃতা

• ‘লোকাল’-এর জন্য ‘ভোকাল’ হয়ে উঠুন, বার্তা অমিত শাহের

• ‘আত্মনির্ভর ভারত’ গড়ার পক্ষে সওয়াল অমিত শাহের

• সোনার বাংলা গড়তে মোদীজির হাত শক্ত করুন, ‘জনসংবাদ র‌্যালি’ থেকে বার্তা অমিতের

• যদি শান্ত, উন্নত বাংলা গঠন করতে চান তা হলে মোদিজীকে সুযোগ দিন, বললেন অমিত শাহ

• আপনারা সিপিএম ও তৃণমূলকে দেখেছেন, এ বার বিজেপিকে সুযোগ দিন, ‘জনসংবাদ র‌্যালি’ থেকে বললেন অমিত শাহ

• কেন্দ্রের দেওয়া অর্থ তোলাবাজি ও সিন্ডিকেটের ভেট হিসাবে চলে গিয়েছে বলে তৃণমূলকে তোপ অমিতের

• দেশের যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে বিকাশের রাস্তা চওড়া হয়েছে, দাবি অমিত শাহের

• তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সোনার বাংলা গড়তে হবে, বার্তা অমিত শাহের

• বাংলাকে এগিয়ে নিয়ে যেতে শাসন ক্ষমতার বদল চাই, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল অমিতের

• চরম সঙ্কটের সময়েও এ রাজ্যে হিংসা হচ্ছে বলে অভিযোগ অমিত শাহের

• করোনা ও আমপানের সময়েও তৃণমূল দুর্নীতি করেছে বলে অভিযোগ অমিতের

• মমতাদি আপনি বাংলায় পরিবর্তন রুখতে পারবেন না, ভার্চুয়াল সভায় মন্তব্য অমিত শাহের

• আমাদের সভা করতে না দিলেও, আমরা তো ভার্চুয়াল সভা করলাম, বললেন অমিত শাহ

• রাজনৈতিক হিংসা কি এ রাজ্যে থাকবেই? প্রশ্ন তুললেন অমিত শাহ

• সোনার বাংলায় আজ বোমা, গুলি আর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তোপ অমিতের

• এ রাজ্য লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সবচেয়ে কম ট্রেন নিয়েছে। ‘শ্রমিক স্পেশাল’কে ‘করোনা এক্সপ্রেস’ বলে পরিযায়ী শ্রমিকদের অসম্মান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ট্রেনে চড়েই তৃণমূল এ রাজ্যের বাইরে চলে যাবে। বললেন অমিত শাহ

• বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা জলদি পূর্ণ করবেন। এ রাজ্যে বিজেপির সরকার হবে। বললেন অমিত শাহ।

• রাজ্য সরকারকে ছাড়াও ১১ হাজার কোটি টাকা বাংলার মানুষকে দিয়েছে বিজেপি সরকার। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

• মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহ বলেন, আপনি কৃষকদের সম্পর্কে তথ্য দিন। আমরা ৬ হাজার টাকা দিতে চাই।

• মোদীজির নেতৃত্বে দেশ করোনার মতো অতিমারির বিরুদ্ধে লড়াই করছে। রাজ্যগুলি এবং ১৩০ কোটি দেশবাসীও লড়ছেন। এ দিন দাবি করেন অমিত শাহ।

• অমিত শাহের অভিযোগ, কেন্দ্রের নানা সুবিধা থেকে এ রাজ্যের বাসিন্দাদের বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষকদের বঞ্চিত করছেন। নরেন্দ্র মোদী এ রাজ্যে জনপ্রিয় হয়ে উঠবেন, এই আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে তিনি অসহযোগিতা করছেন বলে অমিত শাহের অভিযোগ।

• সিএএ-এর বিরোধিতার ফল ভুগতে হবে আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি অমিত শাহের।

• ভোটবাক্স খুললে বাংলার জনতা আপনাকে রাজনৈতিক শরণার্থী করে দেবে। তোপ অমিত শাহের।

• মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অমিত শাহের প্রশ্ন, মতুয়া সম্প্রদায়, নমশূদ্র ও বাংলাদেশ থেকে আসা মানুষ জন আপনার কী ক্ষতি করেছেন?

• সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল অমিত শাহের

• তিন তালাক বাতিল করে মোদী সরকার মুসলিম মহিলাদের অধিকার সুরক্ষিত করেছে বলে এ দিন দাবি করেন অমিত শাহ।

• অমিত শাহের দাবি, কোটি কোটি মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে রামমন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে

• সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হয়েছে

• পাকিস্তানকে কড়া বার্তা দিতে পেরেছে আমাদের সরকার

• রাজ্যের উন্নয়ন নিয়ে শাসকদলকে কটাক্ষ অমিত শাহের

• আপনি যেন বোমা বিস্ফোরণের হিসাব দিয়ে বসবেন না

• মমতাদি আমি আমাদের কাজের হিসাব দিয়েছি, আপনি বরং গত ১০ বছরের কাজের হিসাব দিন

• নির্বাচন শেষ হতে দিন, রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে

• কেজরীবাল পর্যন্ত মেনেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন না

• রাজ্য সরকার কৃষকদের সম্পর্কে তথ্য দেন না

• বাংলার মানুষ কি স্বাস্থ্যের অধিকার পাবেন না?

• মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকল্প চালু করতে দেননি

• কিন্তু এ রাজ্যে ওই প্রকল্প চালু হয়নি

• আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে গরিব মানুষ সুবিধা পেয়েছেন বলে দাবি অমিত শাহের।

• জনধন যোজনার মাধ্যমে তাঁদের জীবনে বদল এসেছে

• গত ৬ বছরে ৬০ কোটি গরিব মানুষের জীবনে পরিবর্তন এসেছে বলে দাবি অমিত শাহের

• আমরা সোনার বাংলা গড়তে চাই, দাবি অমিত শাহের

• এ রাজ্য থেকে লোকসভায় ১৮টি আসন পাওয়া অনেক বড় ব্যাপার। তাৎপর্যপূর্ণ মন্তব্য অমিত শাহের।

• রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল অমিত শাহের

• ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য এগিয়ে যান, বললেন অমিত শাহ

• দেশের করোনা যোদ্ধাদের সেলাম

অনলাইন সভায় বক্তৃতা দিলীপ ঘোষের

• ভারত এই সময়ে দুনিয়া জুড়ে সম্মান আদায় করে নিয়েছে

• এই ৬ বছরে ভারত অনেক এগিয়ে গিয়েছে

• মোদী টু-র এক বছর পূর্ণ হল

• আপনাদের পরিশ্রম ব্যর্থ হবে না

• করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য

• রাজ্যে রাজনৈতিক হিংসা চলছে

• আমাদের সেবা করার অনুমতি দেওয়া হচ্ছে না

• পশ্চিমবঙ্গের শাসকদল রাজনীতি করতে করতে মানবিকতার সীমা অতিক্রম করে গিয়েছে

বিজেপির উদ্দেশ্য, সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন পার্টি অফিস-সহ অন্যান্য জায়গায় ফেসবুক লাইভ করা। এ ভাবে প্রায় দু’লক্ষ মানুষকে যোগদান করানো সম্ভব হবে বলে আশা বিজেপি নেতৃত্বর। এর আগে, রবিবার বিহারে ‘জনসংবাদ র‌্যালি’-র ভার্চুয়াল সভায় বক্তব্য রেখেছিলেন অমিত শাহ। তার পর দিন অর্থাৎ সোমবার, একইভাবে ওড়িশা ‘জনসংবাদ র‌্যালি’-তেও বক্তৃতা করেন তিনি। মহারাষ্ট্রে ‘জনসংবাদ র‌্যালি’ করেন রাজনাথ সিংহ।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে থেকে লকডাউনের আগে পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে এ রাজ্যে লাগাতার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গিয়েছে বিজেপি। কিন্তু দেশ জুড়ে দীর্ঘ লকডাউন চলাকালীন পরিস্থিতির দিকেই নজর রেখেই তা সম্ভবপর হয়নি। তবে এখনও লকডাউন চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও এর সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। তাই এই ভার্চুয়্যাল র‌্যালির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: শাহের সভার আগে নেট বিঘ্নিত করার অভিযোগ তুলে রাজভবনে বিজেপি​

এই ভার্চুয়াল সভার ঠিক আগেই লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের প্রসঙ্গ তুলে অমিত শাহকে প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে টুইটে খোঁচা দিয়েছেন ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন: লাদাখ নিয়ে জবাব সংসদেই: প্রতিরক্ষামন্ত্রী​

অমিত শাহের ভাষণ লাইভ দেখা যাবে বিজেপির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অমিত শাহের এই র‌্যালি নিয়ে বিপুল খরচের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই একই পথে হেঁটে বিজেপিকে নিশানা করে আক্রমণ শানিয়েছে বাম ও কংগ্রেসও। যদিও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy