Advertisement
০৮ নভেম্বর ২০২৪

পার্থের বাড়িতে বৈশাখীর ‘বিজয়া’

সাধারণত বিজয়া-পর্ব শেষ হয়ে যায় কালীপুজোর দিনে। তার ঠিক আগের দিন, শনিবার দুপুরে পার্থবাবুর বাড়িতে পৌঁছন বৈশাখী।

পার্থ চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

পার্থ চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০২:৩৪
Share: Save:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শেষ লগ্নে ‘বিজয়া সারতে’ গেলেন বিজেপির বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সাধারণত বিজয়া-পর্ব শেষ হয়ে যায় কালীপুজোর দিনে। তার ঠিক আগের দিন, শনিবার দুপুরে পার্থবাবুর বাড়িতে পৌঁছন বৈশাখী। ছিলেন প্রায় ঘণ্টা দু’য়েক। পরে পার্থবাবু বলেন, ‘‘বিজয়া করতে এসেছিলেন। কলেজের তদন্তের বিষয়েও জানতে চেয়েছিলেন। বলেছি, তদন্ত নিরপেক্ষ ভাবেই চলছে। যথা সময়ে তা শেষও হবে।’’

পার্থবাবুর সঙ্গে রাজনীতি নিয়েও কি তাঁর কথা হয়েছে? বৈশাখী বলেন, ‘‘প্রতিবারের মতোই এ বারেও এসেছি। কথা হয়েছে কলেজের সমস্যা নিয়ে। পার্থবাবু শোভনদার (চট্টোপাধ্যায়) কথা জানতে চেয়েছেন। আমি এমনিতেই রাজনীতি থেকে দূরে থাকতে চাই। শোভনদা কী করবেন, তা তিনিই বলতে পারবেন।’’

পার্থবাবুর অবশ্য বক্তব্য, তিনি খেলোয়াড় নন। রাজনীতিক। ফলে বৈশাখীর সঙ্গে রাজনীতির কী কথা হয়েছে, তা তিনি বলবেন না।

শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার আগে পার্থবাবু গিয়েছিলেন তাঁদের বাড়িতে। যা নিয়ে জল্পনা হয়েছিল, শোভনকে দলে ফেরাতেই কি গিয়েছিলেন পার্থবাবু? এর কিছু দিনের মধ্যেই শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেন। তার পর ফের বৈশাখীর পার্থবাবুর বাড়ি যাওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অন্য বিষয়গুলি:

Patha Chatterjee Baishakhi Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE