Advertisement
০৫ নভেম্বর ২০২৪

‘রথযাত্রা’য় বিজেপি অশান্তি করতে পারে, বললেন মমতা

এদিন পুরুলিয়ার বলরামপুরের এই জনসভায় রথযাত্রা কর্মসূচি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘‘ওরা রাবণযাত্রা করছে। রাবণ বধ আমরা করব।’’

তৃণমূলকে সংযত থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

তৃণমূলকে সংযত থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৪১
Share: Save:

রথাযাত্রাকে সামনে রেখে গন্ডগোল করতে চাইবে বিজেপি। এই আশঙ্কার কথা জানিয়ে তৃণমূলকে সংযত থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার এক সভায় দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কেউ গণ্ডগোলে যাবেন না। ওরা চাইবে গণ্ডগোল করতে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’’

এদিন পুরুলিয়ার বলরামপুরের এই জনসভায় রথযাত্রা কর্মসূচি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘‘ওরা রাবণযাত্রা করছে। রাবণ বধ আমরা করব।’’ এই সূত্রেই তিনি আবার জানিয়ে দেন, ‘‘সর্বত্র বিজেপির রথযাত্রার পরের দিন তৃণমূল কর্মীরা সেই পথে পবিত্র যাত্রা করবেন। ওরা থাকবে রাবণ রথে, আমরা থাকব মানুষের সঙ্গে পথে।’’ বিজেপির রথ-কে বিলাসবহুল পাঁচতারা হোটেল বলেও কটাক্ষ করেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন, ‘‘মানুষ আমাদের সঙ্গে আছেন। তা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। তৃণমূল না নামলে গন্ডগোলের প্রশ্নই ওঠে না।’’

অন্য বিষয়গুলি:

Warning Mamata Banerjee Rathayatra BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE