Advertisement
০৫ নভেম্বর ২০২৪
State

প্রতারণার দায়ে গ্রেফতার রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার ম্যারাথন জেরা করার পর গ্রেফতার করা হল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে।অভিযোগ, টেট পরীক্ষায় ‘উত্তীর্ণ’ এক প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে ৭ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ২০:৩১
Share: Save:

চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার ম্যারাথন জেরা করার পর গ্রেফতার করা হল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে। অভিযোগ, টেট পরীক্ষায় ‘উত্তীর্ণ’ এক প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে ৭ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

যাঁর কাছ থেকে জয়প্রকাশ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেই টেট পরীক্ষায় ‘উত্তীর্ণ’ প্রার্থী অরূপরতন রায় বিধাননগর (উত্তর) থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের দুই অফিসার ও উত্তর বিধাননগর থানার অফিসার ইনচার্জ এ দিন সকাল থেকে টানা সাত ঘণ্টা জেরা করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে। সেখানে জয়প্রকাশের জবাবে পুলিশ অফিসাররা সন্তুষ্ট না হওয়ায় তাঁকে শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ গ্রেফতার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও হুমকির মামলা রুজু করা হয়েছে।

যাঁর কাছ থেকে জয়প্রকাশ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেই টেট পরীক্ষার্থী অরূপরতন রায়ের অভিযোগ, ‘‘আমার কাছে জয়প্রকাশবাবু ১০ লক্ষ টাকা চেয়েছিলেন। তার মধ্যে কোনও মতে ৭ লক্ষ ২০ হাজার টাকা জোগাড় করে আমি ওঁর হাতে টাকাটা তুলে দিয়েছিলাম। উনি (জয়প্রকাশবাবু) আমাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’’

আরও পড়ুন- এবার এটিএম থেকে বেরলো একদিক সাদা ৫০০ টাকার নোট!

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন প্রথমে জয়প্রকাশবাবুর গ্রেফতার হওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। পরে বলেন, ‘‘যে সময়ের অভিযোগ, সেই সময় জয়প্রকাশবাবু আমাদের দলে (বিজেপি) ছিলেন না। আর বিষয়টা তো হয়েছে ৬ মাস আগে। এখন রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই ওঁকে গ্রেফতার করা হল। এর মধ্যে আমরা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। ওঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তারও তেমন কোনও ভিত্তি নেই। উনি তো আর উকিল নন, তা হলে কেনইবা উনি সুপ্রিম কোর্টে মামলা লড়ার নাম করে টাকা নেবেন? আর উনি উকিল নন জেনেও কেন ওঁকে অত টাকা দেওয়া হল?’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE