রাজীবের ঘর পেতে পারেন প্রিয়ঙ্কা। নিজস্ব চিত্র।
৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন। সে জন্য কলকাতার হেস্টিংসেই দলের ‘ওয়ার রুম’ বানাচ্ছে বিজেপি। সেই লক্ষ্যে ঘরহারা হলেন গত বিধানসভা নির্বাচনে দলের ডোমজুড়ের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘরের নেমপ্লেট সরিয়ে ফেলা হয় রবিবার রাতেই। গেরুয়া শিবির সূত্রে খবর, হেস্টিংস দফতরের ন’তলার ওই ঘরেই এ বার বসবেন ভবানীপুরের প্রার্থী প্রিয়ঙ্কা তিবরেওয়াল। শুধু তাই নয়, ন’তলাতেই আরও একটি ঘরকে ভবানীপুরের যুদ্ধের ‘শলা কক্ষ’ বানাচ্ছে বিজেপি। যেখানে গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরের প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ বসবেন। তিনি এ বার টিম-প্রিয়ঙ্কার প্রচারের মূল দায়িত্বে রয়েছেন।
বিজেপি এই দফতরের আটতলা ছেড়ে দেওয়ার পরে ন’তলায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের আলাদা আলাদা ঘর হয়। মুকুল রায়ের জন্য নির্দিষ্ট ঘর দিয়ে দেওয়া হয় দুই সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও অমিত মালব্যকে। সেই তলাতেই তৈরি হচ্ছে ভবানীপুর উপনির্বাচনের মূল ‘ওয়ার রুম’।
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব রেখে চলেছেন ভোটের আগে বিজেপি-তে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব। তবে বিজেপি শিবির অপেক্ষায় ছিল, হয় তো একদিন আসবেন। অপেক্ষায় ছিল ন’তলার ৮১১ নম্বর ঘর। এ বার সেই ঘরের মালকিন হতে পারেন প্রিয়ঙ্কা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy