ভাষণ দিচ্ছেন জেপি নড্ডা। ছবি: বিজেপির টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
লোকসভা নির্বাচনে ১৮টা আসনে জিতেছিল বিজেপি। ওটা ট্রেলর ছিল। পুরি পিকচার আভি বাকি হ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কলকাতার সভা থেকে এই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নড্ডা।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র সমর্থনে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত ‘অভিনন্দন মিছিল’ করে বিজেপি। তার নেতৃত্বে ছিলেন নড্ডা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিন্হা, হুগলির সাংসদ লকেট চট্টেপাধ্যায়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, মুকুল রায়, রূপা গঙ্গোপাধ্যায়-সহ রাজ্যের তাবড় বিজেপি নেতারা তাতে শামিল হয়েছিলেন।
মিছিল শেষে শ্যামবাজার চারমাথার মোড়ে জনসভাও করেন নড্ডা। সেখানেই বাংলার মুখ্য়মন্ত্রীকে একহাত নেন তিনি। নড্ডা বলেন, ‘‘কেন্দ্রের কোনও প্রশ্নের উত্তর দেন না মমতা। তাহলে সংবিধান বিরোধী কাজ আসলে কে করছে?’’ নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে চলতি মাসের শুরুতে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলার পরিস্থিতি। তা নিয়েও মমতার বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতি করার অভিযোগ করেন নড্ডা।
বিজেপির মিছিল।
• বিধানসভা নির্বাচন ট্রেলার ছিল, পিকচার আভি বাকি হ্যায়: নড্ডা।
• আবাস যোজনার টাকা পাচ্ছেন না সাধারণ মানুষ: নড্ডা।
• কেন্দ্রের কোনও প্রশ্নের জবাব দেন না মমতা, তাহলে কে সংবিধানের অবমাননা করছেন? : নড্ডা।
• ২০২১ এখনও বাকি। সুস্থ থাকুন মমতাদি। কিন্তু ওঁর নিজের বা আত্মীয়দের কিছু হলে তো ইংল্যান্ড, আমেরিকা নিয়ে যাবেন। গরিব মানুষের কী হবে? : নড্ডা।
• পয়সার অভাবে বাংলার মানুষ চিকিৎসা করাতে পারেন না। তার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছিলাম আমরা, যাতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন তাঁরা। তাতেও বাধা দিচ্ছেন মমতা: নড্ডা।
• তুষ্টিকরণের রাজনীতি চলতে দেব না আমরা: নড্ডা।
• ১৫ দিন ধরে বাংলায় তাণ্ডব চলল। অথচ এখবারও হিংসার নিন্দা করলেন না। বললেন, শান্তি বজায় রাখার আবেদন করচি। মুখ্যমন্ত্রী পদক্ষেপ করেন না আবেদন করেন? আপনারাই বলুন: নড্ডা।
• মতুয়া সমাজের বড় মা বীণাপানিদির আশীর্বাদ নিতে গিয়েছিলেন মমতা, আজ সেই মতুয়াদের স্বার্থ বিরোধী কাজই করছেন উনি: নড্ডা।
• বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়ায় তিন তালাক নিষিদ্ধ। কিন্তু এত দিন ধরে ভারতে তিন তালাক প্রথা চলে আসছিল। মোদীজি এসে মুসলিম মহিলাদের স্বাধীনতা দিলেন। যাঁরা এই আইনের বিরোধিতা করছেন, তাঁরা মহিলা বিরোধী: নড্ডা।
• তুষ্টিকরণের রাজনীতি করছেন মমতাদি: নড্ডা।
• মমতাদি বলছেন বাংলায় সিএএ হবে না, এনআরসি হবে না, কেন হবে না?: নড্ডা।
• কেন্দ্রের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা করছেন মমতাদি। ৩৭০ ধারা নিয়েও বিরোধিতা করেছিলেন উনি: নড্ডা।
• দেশে নিয়ে মাথাব্যথা নেই বিরোধী নেতাদের। শুধুমাত্র ভোটব্যাঙ্কের কথা ভাবেন ওঁরা: নড্ডা।
• বাংলাদেশ থেকে আসা নিপীড়িত মানুষকে আশ্রয় দিতে বলেছিলেন প্রকাশ কারাট। কিন্তু মোদীজি তা করে দেখাতেই উল্টো কথা বলছেন: নড্ডা।
• একসময় আফগানিস্তানে ৫০ হাজার শিখ ছিলেন, এখন মাত্র দু’হাজার শিখ রয়েছেন। ওঁদের বাঁচাতেই প্রধানমন্ত্রী এই পদক্ষেপ করেছেন: নড্ডা।
• হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সিদের ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি: নড্ডা।
• ভারতে মুসলিমরা সমানাধিকার পেয়েছেন। ’৭১-এর পর আমাদের এখানে মুসলিম জনসংখ্য়া বেড়েছে। তাঁদের মধ্যে থেকে কেউ রাষ্ট্রপতি হয়েছেন, কেউ উপরাষ্ট্রপতি হয়েছেন, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু পাকিস্তানে সংখ্যালঘু জনসংখ্যা কমেছে: নড্ডা।
•নাগরিকত্ব আইন নিয়ে অপপ্রচার করছে তৃণমূল: নড্ডা।
• ধর্মের নিরিখে দেশভাগ হয়েছিল। খুব বড় ভুল হয়েছিল: নড্ডা।
• সংশোধিত নাগরিকত্ব আইন নাগরিকত্ব দেয়, কারও নাগরিকত্ব ছিনিয়ে নেয় না। মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল: নড্ডা।
• আজকের দৃশ্য বাংলায় পরিবর্তনের সংকেত দিচ্ছে। মমতাদিদির কাছেও সেই সংকেত পৌঁছে গিয়েছে: নড্ডা।
• বাংলায় বহুবার এসেছি, কিন্তু আজ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখলাম, তা এই প্রথম: নড্ডা।
• সবার আগে এই মাটিকে প্রণাম করছি, যেখানে রামকৃষ্ণ পরমহংস জন্মেছিলেন: জেপি নড্ডা।
• ভাষণ দিতে উঠলেন জেপি নড্ডা।
• দিদি এখন আমাদের দিদি নন, উনি অনুপ্রবেশকারীদের দিদি হয়ে গেছেন: দিলীপ ঘোষ।
• কিন্তু এই আইন পাশ করানোর জন্য গোটা বাংলার মানুষের পক্ষ থেকে আমি বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানাচ্ছি: দিলীপ ঘোষ।
• কংগ্রেস, তৃণমূল, বামেরা দেশের সংবিধানকে অপমান করছে: দিলীপ ঘোষ।
• গত সাত দিন ধরে আমরা দেখছিলাম, আগুন জ্বালিয়ে, ট্রেন লাইন উপড়ে দিয়ে, পশ্চিমবঙ্গকে অচল করার চেষ্টা চলছে: দিলীপ ঘোষ।
• জনসভায় ভাষণ দিতে এলেন দিলীপ ঘোষ।
• মঞ্চে রয়েছেন অরবিন্দ মেনন, ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিংহ।
• শ্যামবাজার ঢুকল মিছিল।
• মিছিল পৌঁছল শোভাবাজারে।
• বিজেপি অফিস ছাড়িয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পড়ল বিজেপির মিছিল।
• সুবোধ মল্লিক স্কোয়ার পেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে মিছিল।
মিছিলের অগ্রভাগে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, অর্জুন সিংহরা।
• মিছিলে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, রূপা গঙ্গোপাধ্যায়, সব্যসাচী দত্ত এবং সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ারা।
• বিজেপির যুব মোর্চা সভাপতি দেবজিৎ সরকার, বিষ্ণুপুরের সংসদে সৌমিত্র খান, রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত মঞ্চে পৌঁছেছেন।
সর্বভারতীয় বিজেপি কার্যকরী সভাপতি শ্রী @JPNadda জীকে পশ্চিমবঙ্গে সু-স্বাগতম। #CAAJanJagaran pic.twitter.com/f0HH7n3MJu
— BJP Bengal (@BJP4Bengal) December 23, 2019
বিমানবন্দরে জেপি নড্ডা।
• অভিনন্দন যাত্রার জন্য রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত বিজেপির।
• দমদম বিমানবন্দরে পৌঁছলেন জেপি নড্ডা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy