Advertisement
৩০ জুন ২০২৪
BJP

বিদ্যুৎ-প্রতিবাদের ডাক বিজেপির

বিরোধী দলনেতাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। তাতেও কাজ না হলে আগামী ১৫ জুলাইয়ের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে।

bjp

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৮:৩০
Share: Save:

বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিএইএসি এবং বিদ্যুৎ ভবন অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের দাবি, রাজ্যের বিদ্যুৎ পর্ষদ (ডব্লিউবিডিসিএল) এলাকায় বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহার করতে হবে। মুরলীধর সেন লেনে বিজেপির সাবেক রাজ্য দফতরে বুধবার শুভেন্দু জানান, কলকাতা পুরসভায় বিজেপির নেত্রী মীনাদেবী পুরোহিতের নেতৃত্বে বিজেপির পুর-প্রতিনিধিরা সিইএসসি ভবনে গিয়ে বিজেপির দাবি জানিয়ে আসবেন। তাতে কাজ না হলে আগামী ৮ জুলাইয়ের পরে ভিক্টোরিয়া হাউজ় অভিযান করা হবে। বিরোধী দলনেতাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। তাতেও কাজ না হলে আগামী ১৫ জুলাইয়ের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE