চলতি সপ্তাহে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে বীরভূম জেলার ভোটার তালিকা নিয়ে একটি রিপোর্ট জমা দিতে পারেন অনুব্রত মণ্ডল। আগামী বৃহস্পতিবার তৃণমূল ভবনে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করে দেওয়া কোর কমিটির সদস্যদের নিয়ে প্রথম বারের জন্য বৈঠকে বসছেন রাজ্য সভাপতি। সেই বৈঠকের পরে ওই দিনই তিনি আরও একটি বৈঠক করবেন বলে তৃণমূল ভবন সূত্রে খবর। সেই বৈঠকে ডাকা হয়েছে বীরভূম জেলার কোর কমিটির সদস্যদের। তাঁদের সঙ্গে পৃথক ভাবে বসবেন বক্সী। ওই বৈঠকেই সম্ভবত বক্সীর হাতে ভোটার তালিকা নিয়ে তাঁদের মূল্যায়নের রিপোর্ট তুলে দেবেন অনুব্রত।
গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার সংযুক্তির অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে কমিটি গঠন করে রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে সর্বস্তরের নেতাদের ভোটার তালিকা পরীক্ষা (স্ক্রুটিনি)-র কর্মসূচি শুরু হয়েছে। প্রসঙ্গত, বীরভূমে কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে বলে অনুব্রতকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। বীরভূমের জন্য পৃথক কোর কমিটি গড়ে মমতা বলেছিলেন, “(ভোটার তালিকা পরীক্ষার জন্য গড়া কমিটিতে) বীরভূমকে রাখিনি, কারণ, সেখানে কোর কমিটি আছে। সকলকে নিয়ে কাজ করবে। কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকে কনফিডেন্সে নিতে হবে। আশিসদাকে (রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়) আর শতাব্দীকে (সাংসদ শতাব্দী রায়) মাঝেমাঝে ডেকে নিতে হবে। কাজ সবাই মিলে করবে।”
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রবিবার বোলপুরে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকেই রাজ্য সভাপতিকে রিপোর্ট দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। বৈঠকে শামিল হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের দুই যুযুধান শিবিরের নেতা অনুব্রত-কাজল। তবে ওই দিনের বৈঠকে কর্মব্যস্ততার জন্য অংশ নিতে পারেননি সাংসদ শতাব্দী রায় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। কিন্তু বৈঠকের আলোচ্য বিষয় ওই দুই নেতাকে অবগত করানো হয়েছে বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ বলেছেন, ‘‘রাজ্য নেতৃত্ব আমাদেরকে বৈঠকে ডেকেছেন, সেখানেই রিপোর্ট রাজ্য সভাপতির হাতে তুলে দেওয়া হবে।’’ সেই রিপোর্ট খতিয়ে দেখে সুব্রত যে নির্দেশ দেবেন, তা মেনে চলে ভোটার তালিকা খতিয়ে দেখতে তৈরি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি।