Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Birbhum

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ‘কুরুচিকর’ পোস্ট, লাভপুরে ধৃত যুবক

এই ঘটনায় চঞ্চল মণ্ডল নামে এক তৃণমূলের কর্মী বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আর তার প্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ।

ধৃত সমীর বাগদি— নিজস্ব চিত্র।

ধৃত সমীর বাগদি— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২১:৫২
Share: Save:

বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের নামে ফেসবুকে কুরুচিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল লাভপুরের এক যুবককে। ধৃতকে বুধবার বোলপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সমীর বাগদী। সমীর দীর্ঘদিন ধরেই অনুব্রতের বিরুদ্ধে পোস্ট করছিলেন ফেসবুকে। সম্প্রতি তিনি এ সংক্রান্ত কুরুচিকর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ওই পোস্টের সঙ্গে আপত্তিকর ছবিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলে অভিযোগ।

এই ঘটনায় চঞ্চল মণ্ডল নামে এক তৃণমূলের কর্মী বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আর তার প্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭-এ ধারায় মামলা রুজু করা হয়।

বোলপুর আদালতের সরকারি আইনজীবী ফিরোজ পাল বুধবার বলেন, ‘‘অনুব্রত মণ্ডলের সম্পর্কে কুরুচিকর পোস্ট করার জন্য ধৃতকে আজ আদালতে তোলা হয়েছিল। বোলপুর থানা বিচারকের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল। বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE