নবান্ন। ফাইল চিত্র।
খোদ মুখ্যমন্ত্রীর সচিব, এক আইএএস আধিকারিক গত ৯ সেপ্টেম্বর থানায় সাইবার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বিলাল নামে ২১ বছরের এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা।
ওই আইএএস আধিকারিক পিবি সেলিম থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তাঁর নাম এবং ছবি দিয়ে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে। শুধু তা-ই নয়, ওই প্রোফাইল থেকে তাঁর বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ভুয়ো ফেসবুক আইডি থেকে গুগল পে নম্বর দিয়েও টাকা চাওয়া হয়। এই ঘটনা তাঁর নজরে পড়তেই ওই আইএএস আধিকারিক পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এই ঘটনার তদন্তে সাইবার ক্রাইম পুলিশের আইসি শিশিরকুমার নস্করের নেতৃত্বে একটি দল গঠন করে। ওই দল উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বিলালকে গ্রেফতার করে। যে ফোন থেকে ফেসবুক আইডিটি চালানো হত, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
আদতে কেরালার বাসিন্দা হলেও পিবি সেলিম বাংলা পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক। বর্তমানে তিনি রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সচিব এবং ওএসডি পদে রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy