Advertisement
০২ নভেম্বর ২০২৪

সিঙ্ঘভিকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসের

রাজ্যে শাসক দলের হাতে কংগ্রেস কর্মীরা যখন আক্রান্ত, সেই সময়ে সুপ্রিম কোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন সিঙ্ঘভি।

ক্ষোভের মুখে। নিজস্ব চিত্র

ক্ষোভের মুখে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৪:২২
Share: Save:

পরপর দু’দিন! ফের বাংলার যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভিকে। রাজ্যে শাসক দলের হাতে কংগ্রেস কর্মীরা যখন আক্রান্ত, সেই সময়ে সুপ্রিম কোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন সিঙ্ঘভি। সেই ক্ষোভেই শনিবার দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবের বাইরে সাংসদকে কালো পতাকা দেখিয়ে ও জুতো ছুড়ে গ্রেফতার হয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা। সিঙ্ঘভি দিল্লি ফেরার পথে রবিবার কলকাতা বিমানবন্দরে কংগ্রেসের পতাকা নিয়েই তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন কিছু যুব কর্মী। সিঙ্ঘভি অবশ্য আঙুলে ‘ভি’ মুদ্রা দেখিয়ে ভিতরে চলে যান! সুপ্রিম কোর্টে আজ, সোমবার ফের তাঁর রাজ্য সরকারের হয়ে দাঁড়ানোর কথা! কাউকে গ্রেফতারও করা হয়নি এ দিন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE