প্রতীকী ছবি।
বিরোধী পক্ষের বড় দলগুলি অভিযোগ করেই আসছে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন-পর্ব ঘিরে এ বার নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলল মুসলিম লিগের মতো ছোট দলও। অন্যান্য বার পঞ্চায়েত ভোটে নানা জেলা মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। এ বার তাদের দাবি, মনোনয়ন জমা দিতে চেয়েছিলেন প্রায় ২৩০০ প্রার্থী। কিন্তু শাসক দলের মারের মুখে মাত্র শ’দুয়েক প্রার্থী এখনও কাগজে-কলমে টিকে আছেন বলে তাদের অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে মুসলিম লিগের রাজ্য সভাপতি শাহেনশা জাহাঙ্গির বুধবার অভিযোগ করেছেন, মুর্শিদাবাদের ডোমকল, ফরাক্কা, ভগবানগোলা, শামসেরগঞ্জ থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বা হাওড়া, হুগলি, দুই দিনাজপুরের বহু জায়গায় প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। লাঠি-বোমা-বুলেট নিয়ে হামলা হচ্ছে। জাহাঙ্গির বলেন, ‘‘আমাদের সীমিত শক্তি অনুযায়ী আমরা অল্প কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময়েই এ বার যা পরিস্থিতি, তা নজিরবিহীন।’’ রমজানের সময়ে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ না ফেলার অনুরোধও কমিশনকে জানিয়েছেন তাঁরা। একই আর্জি জানিয়ে এ দিন কমিশনে চিঠি দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy