ফাইল চিত্র।
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর শনিবারই সর্বদল বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। দুপুর একটায় এই সর্বদল বৈঠক ডাকা হয়েছে। তার পর শনিবার সন্ধ্যাতেই পঞ্চায়েত ভোটের পরবর্তী নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। শুক্রবারই কলকতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটের জন্য নতুন করে নির্ঘণ্ট তৈরির নির্দেশ দিয়েছে কমিশনকে।
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার মেয়াদ এক দিন বাড়িয়ে ফের তা প্রত্যাহার করে কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, ১০ এপ্রিলের সেই নোটিস খারিজ করে দিয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চ ৩৫ পাতার রায়ে নির্দেশ দিয়েছে, নতুন করে নির্বাচন প্রক্রিয়ার দিনক্ষণ ঠিক করতে হবে। নয়া দিনক্ষণ স্থির হওয়ার পর ফের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে।
হাইকোর্টের সেই নির্দেশের পরই এ দিন বৈঠকে বসে নির্বাচন কমিশন। তার পরই শনিবার সর্বদল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: হাইকোর্টে মুখ পুড়ল কমিশনের, ফের নিতে হবে মনোনয়ন, পিছোচ্ছে ভোট
আরও পড়ুন: বিরোধীদের কাছে আদালতের রায় নৈতিক জয়, স্বাগত জানালেন মমতাও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy