মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাটল অচলাবস্থা। —নিজস্ব চিত্র।
দীর্ঘ সাত দিন অচলাবস্থার পর, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরতে চলেছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ধর্মঘট তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের ৩০ জনের প্রতিনিধির সামনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন— সবার আগে দেখা হবে হাসপাতালে যাতে আর একটাও হামলার ঘটনা না ঘটে। যদি ঘটে যায়, সে ক্ষেত্রেও দ্রুত এবং কড়া ব্যবস্থার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুর তিনটেয় নবান্নে বৈঠকের কথা থাকলেও, সকাল থেকে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের দাবি মতো, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় গোটা বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে সম্মত হয় সরকার। এ সব টানাপড়েনের শেষে বিকেল চারটে নাগাদ শুরু হয় বৈঠক।
মুখ্যমন্ত্রীর কাছে ১২ দফা লিখিত দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা। প্রতিটি দাবিই আলাদা আলাদা করে তাঁরা বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রীর সামনে। এ গুলির মধ্যে, হাসপাতালে চিকিত্সকদের নিরাপত্তায় পুলিশের সংখ্যা এবং সক্রিয়তা বাড়ানোর দাবি যেমন ছিল, তেমনই ছিল রোগীদের অভাব অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য হাসপাতালের গ্রিভ্যান্স সেল বা অভিযোগ গ্রহণ কেন্দ্রগুলিকে সামনে নিয়ে আসার দাবিও। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে রাজনৈতিক দলগুলির ‘প্রভাব’ কমানোর জন্যও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়।
আরও পড়ুন: এনআরএস ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘট চিকিৎসকদের
এনআরএস-এর ঘটনার সময় পুলিশ উপস্থিত থেকেও যে নিষ্ক্রিয় ছিল, তা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন আন্দোলনকারীরা। বৈঠকে উপস্থিত পুলিশকর্তাদের মমতা নির্দেশ দেন, এ নিয়ে যথাযথ তদন্ত করার। ভবিষ্যতে যাতে এমনটা আর না ঘটে, তা নিশ্চিত করা জন্যও পুলিশকর্তাদের নির্দেশ দেন তিনি।
বেশ কয়েক দিনের বরফ গলে, এ দিন বৈঠকের শুরু থেকেই নমনীয় দেখা যায় দু’পক্ষকে। মমতা এবং জুনিয়র ডাক্তাররা একে অপরের কথা শুনেছেন মন দিয়ে। বৈঠকে কিছু অস্বস্তিকর প্রসঙ্গ উঠলেও, সুর কখনও চড়া হয়নি। আন্দোলনকারীদের সব দাবি সঙ্গেই একমত হয়েছেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা আশা প্রকাশ করেছেন, বৈঠকের সব সিন্ধান্ত যথাযথ প্রয়োগ সরকারপক্ষ করবেন।
কী কী হল দেখে নিন এক নজরে—
• ৯টা ৩১ মিনিট: ভাঙা হল এনআরএসের মেইন গেটের তালা।
• ৮টা ২৬ মিনিট: কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানান, আমাদের ১২ দফা দাবি ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। ডাক্তারকে মারধর করা যায় না, এ কথা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন। আশাকরি মানুষ ওঁর কথা শুনবেন।
• ৫টে ৩৫ মিনিট: কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করলেন কলকাতা মেডিক্যাল কলেজের অর্চিষ্মান ভট্টাচার্য।
•ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে দিকে নজর রাখব আমরা। আর যদি ঘটেও থাকে, তা হলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করতে হবে, বললেন মুখ্যমন্ত্রী।
• গোটা রাজ্যের জন্য একটি জরুরিভিত্তিক নম্বর এবং ই-মেল আইডি চালু করতে ডিজি বীরেন্দ্রকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• জুনিয়র ডাক্তাররা দাবি তোলেন, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে পুলিশ পদক্ষেপ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাতে সম্মতি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
• যে সমস্ত প্রকল্পে অর্থ বরাদ্দ হয়েছে, সে গুলি কী পরিস্থিতিতে রয়েছে, কতটা অগ্রগতি হয়েছে, তা যাচাই করে দেখার নির্দেশ দেন মমতা।
• মমতা বলেন, রোগী কল্যাণ সমিতি কোথাও সক্রিয় আবার কোথাও নিষ্ক্রিয়। সেই সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
• জবাবে মুখ্যমন্ত্রী বলেন, একটা জেনারেল সার্কুলার করা যেতে পারে। শৃঙ্খলা মেনে না চললে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
• জুনিয়র ডাক্তাররা জানান, অনেক সরকারি হাসপাতালে গেট নেই। প্রচুর রেফারেল রোগী। চাপ সামলানো মুশকিল। অনেক সময়ই উত্তেজনা দেখা দেয়। রাজনৈতিক দলের নেতারা ব্যাপক ঝামেলা করেন। আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। আপনার দিকে তাকিয়ে রয়েছি।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছল নবান্নের আমন্ত্রণপত্র, তবে মিডিয়ার উপস্থিতি নিয়ে টানাপড়েন এখনও চলছে
• সেই রাতের এনআরএস-এর ঘটনা বর্ণনা করে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন জুনিয়র ডাক্তাররা। তা নিয়ে বৈঠকে উপস্থিত সিপি অনুজ শর্মা এবং ডিজি বীরেন্দ্র-র উদ্দেশে মমতা বলেন, নিষ্ক্রিয় থাকলে হবে না। এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ করতে হবে।
• ডাক্তার নিগ্রহে জিরো টলারেন্স নীতির দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আইন হাতে তুলে নিয়ো না। সবটা সবসময় নিয়ন্ত্রণে থাকে না। কখনও কখনও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন। নাগরিকদের দায়িত্ব সম্পর্কেও সচেতন করা প্রয়োজন। এসো সবাই মিলে এই কাজটা করি।
• ৩৪ বছর পর এ রাজ্যে অনেক উন্নতি হয়েছে। আমরা ন’টা নতুন মেডিক্যাল কলেজ করেছি। প্রত্যেক জেলায় এইচডিইউ, আইসিইউ করে দিয়েছি, বললেন মমতা।
• ২০১১ সালে স্বাস্থ্য খাতে ৬৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ২০১৮-য় তা বাড়িয়ে ৯ হাজার ৬০০ কোটি টাকা করা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।
• আগে হাসপাতাল দেখে মনে হত যমালয়, এখন লোকজন এসে বলে বেসরকারি নার্সিংহোমের চেয়েও ভাল। ডাক্তাররা ভাল কাজ করছেন। স্বাস্থ্য কর্মীরাও ভাল কাজ করছেন। কিন্তু সমস্ত হাসপাতালে নিয়োগ করার মতো পর্যাপ্ত সংখ্যক ডাক্তার আমরা পাচ্ছি না। বার বার বিজ্ঞাপন দিয়েও কোনও লাভ হচ্ছে না, বললেন মমতা।
• রোগীদের আত্মীয়দের জন্য সরকারের যে গ্রিভ্যান্স সেল বা অভিয়োগ গ্রহণ কেন্দ্র রয়েছে, সে গুলিকে আরও সক্রিয় করার দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেন আধিকারিকদের।
• জটিল চিকিত্সা বা জরুরি ওষুধ প্রয়োগের সময়, বা এ নিয়ে রোগীর আত্মীয়দের বোঝানোর জন্য সিনিয়র চিকিত্সকদেরই মূলত দায়িত্ব নিতে হবে, দাবি জানালেন জুনিয়র ডাক্তাররা।
• মমতা বলেন, কিছু লোক তোমাদের রাগানোর চেষ্টা করছে। আমাদেরও রাগানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, যে ছেলেটি মার খেয়েছে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওই বেসরকারি হাসপাতাল খরচসাপেক্ষ হাসপাতাল। আমরা ব্যবস্থা করেছি। মিনিটে মিনিটে ওর খবর নিয়েছি। এমনকি, অপারেশনের পরেও ওর খবর নেওয়া হয়েছে। ও এখন সুস্থ আছে।
• এক জন জুনিয়র ডাক্তার বলেন, আমরা ভেবেছিলাম এত বড় ঘটনার পরে আপনি এক বার যাবেন। কিন্তু আপনি গেলেন না। তখন মুখ্যমন্ত্রী বলেন, আমি কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তোমরা কথা বললে না। আমি ভাবলাম, তোমরা কথা বলতে চাইছ না।
• কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা বলেন: হাসপাতালে কত লোক ঢুকছেন, কারা ঢুকছে, তাতে নজরদারি প্রয়োজন, যাতে সব কিছু নিয়ন্ত্রণে থাকে।
• মুখ্যমন্ত্রীর প্রস্তাব: যখন রোগী মারা যান, সেই সময় সমন্বয়ের অভাব দেখা যায়। সেটা দূর করতে তিনটি শিফ্টে তিন জনকে দায়িত্ব দেওয়া উচিত, যাঁরা রোগীর পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। পুলিশের তরফে এক জন নোডাল অফিসার থাকবেন, যাঁর নম্বর কর্মরত চিকিৎসকদের কাছে থাকবে। যে কোনও প্রয়োজনে তাঁর সাহায্যে চাওয়া যেতে পারে।
• চিকিৎসক নিগ্রহ কাণ্ডে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। ডাক্তারদের কারও বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• মমতার প্রস্তাব: হাসপাতালে এক জন রোগীর সঙ্গে দু’জনের বেশি ভিতরে ঢুকতে পারবেন না। সব জেলা হাসপাতালের জরুরি বিভাগে কোলাপসিবল গেট বসানো হবে। আটকাতে হবে বহিরাগতদের প্রবেশ।
• জবাবে স্বাস্থ্য সচিব রাজীব সিংহকে মুখ্যমন্ত্রী জানাতে বলেন, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
• অর্চিষ্মান জানতে চান, ওই অপ্রীতিকর ঘটনায় এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
• ৪টে ৬ মিনিট: বলছেন কলকাতা মেডিক্যাল কলেজের অর্চিষ্মান ভট্টাচার্য: ভয়ের মধ্যে কাজ করতে হচ্ছে আমাদের। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আমরা চেষ্টা করেছি আপনার কাছে পৌঁছতে। কিন্তু আমাদের বার্তা হয়ত আপনার কাছে পৌঁছয়নি। আমরা খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চাই। এই অচলাবস্থা চলুক তা কেউই চাই না আমরা। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই কষ্ট পান। অত্যাচারিত হতে হতে আমরাও নিরুপায়।
• যা বলার আছে নির্দ্বিধায় বলুন, আমরা শুনব: মমতা।
• বৈঠকে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মলয় দে, সঞ্জয় বনশল, প্রবীণ ত্রিপাঠি, গৌতম সান্যাল, রাজীব সিংহ, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
• তোমরা কষ্ট করে নবান্নে এসেছ, তোমাদের সকলের কথা শুনব: মমতা।
• জুনিয়র ডাক্তারদের দাবি মেনে, এই বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের তরফে রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজের ৩০ জন প্রতিনিধি বৈঠকে আছেন।
• বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও সরকারের তরফে রয়েছেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা। রয়েছেন সুকুমার মুখোপাধ্যায়, অভিজিত্ চৌধুরীর মতো কয়েকজন বিশিষ্ট সিনিয়র চিকিৎসকও।
• ৪টে ৩মিনিট: সভাগৃহে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• ৩টে ৩৭ মিনিট: সভাগৃহে ঢুকলেন জুনিয়র ডাক্তাররা।
• জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন এনআরএস-এর অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ও।
• ৩টে ৩৩মিনিট: নবান্নে প্রবেশ করল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।
• লিফ্টে করে ১৪ তলায় নিয়ে যাওয়া হবে তাঁদের।
• ৩টে ২৪মিনিট: নবান্নের মূল গেটে পৌঁছে গেলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা।
• আর কিছু ক্ষণের মধ্যেই নবান্ন পৌঁছবেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।
• ৩টে ১৭ মিনিট: নবান্ন পৌঁছলেন দুই প্রবীণ চিকিৎসক অভিজিৎ চৌধুরী, সুকুমার মুখোপাধ্যায়-সহ আরও কয়েক জন।
• দুপুর ৩টে ৭মিনিট: এনআরএস থেকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের নিয়ে রওনা দিল বাস।
• তাদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
• রাজ্য সরকারের পাঠানো বাসে চেপেই নবান্নের উদ্দেশে রওনা দিচ্ছে আন্দোলকারী ডাক্তারদের প্রতিনিধি দল।
সকাল থেকে যা হয়েছে—
সোমবার সকালে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, মৌখিক ভাবে বিভিন্ন সূত্র থেকে নবান্নে বৈঠকের কথা জানতে পারলেও, সরকারি ভাবে কোনও আমন্ত্রণপত্র তাঁরা হাতে পাননি। সরকারি আমন্ত্রণপত্র ছাড়া তাঁরা কোনও ভাবেই বৈঠকে যোগ দিকে পারবেন না।সাংবাদিকদের এ কথা জানানোর কিছু পরই স্বাস্থ্য ভবন থেকে একটি আমন্ত্রণপত্র তাঁদের কাছে পৌঁছেছে।
ওই আমন্ত্রণপত্রে অবশ্য মিডিয়ায় উপস্থিতি নিয়ে জুনিয়র ডাক্তারদের শর্তের উল্লেখ ছিল না। লেখা ছিল, প্রতিটা মেডিক্যাল কলেজ থেকে অন্তত ২ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দিতে পারবেন। বেলা আড়াইটার মধ্যেই পরিচয়পত্র-সহ তাঁদের নবান্নে পৌঁছে যেতে হবে। এবং পুরো বৈঠকটা রেকর্ড করা হবে।
আরও পড়ুন: এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে বিহারে ১০০ শিশুর মৃত্যু
কিন্তু আমন্ত্রণ পত্রে লাইভ কভারেজের কোনও উল্লেখ নেই বলে বেঁকে বসেন আন্দোলনকারীরা। সরকারের তরফে সেই ব্যবস্থা না হলে বৈঠকে যাবেন না বলেও সাফ জানিয়ে দেন। তার পরই মুখ্যমন্ত্রীর তরফে লাইভ কভারেজের অনুমতি দিয়ে দেওয়া হয়। একটি চিঠি প্রকাশ করে তা জানান এনআরএস-এর অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়।
এই পাতাটি ক্রমাগত আপডেট হচ্ছে। আপডেটেড খবর পেতে এই পাতায় নজর রাখুন।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy