Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪

হাতের চিকিৎসা ঠিক পথেই, দাবি

বোমার আঘাতে জখম আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্তচৌধুরীর চিকিৎসা কেমন চলছে, তা খতিয়ে দেখতে বুধবার দুর্গাপুরে এলেন কলকাতার দু’জন চিকিৎসক। তাঁরা জানান, রাজ্য সরকারের নির্দেশেই এই পরিদর্শন।

বোমায় জখম পুলিশকর্তা অরিন্দম দত্তচৌধুরী। ফাইল চিত্র।

বোমায় জখম পুলিশকর্তা অরিন্দম দত্তচৌধুরী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০২:৩৫
Share: Save:

বোমার আঘাতে জখম আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্তচৌধুরীর চিকিৎসা কেমন চলছে, তা খতিয়ে দেখতে বুধবার দুর্গাপুরে এলেন কলকাতার দু’জন চিকিৎসক। তাঁরা জানান, রাজ্য সরকারের নির্দেশেই এই পরিদর্শন।

রানিগঞ্জের গোলমালে ডান হাতে গুরুতর চোট পান অরিন্দমবাবু। তাঁর চিকিৎসা চলছে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। এ দিন হাসপাতালে তাঁকে দেখতে আসেন এসএসকেএম-এর চিকিৎসক শান্তনু দত্ত এবং আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্য। অরিন্দমবাবুর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন তাঁরা। তাঁরা বলেন, ‘‘এখানে চিকিৎসা একদম ঠিক ভাবে হচ্ছে। আশা করি, উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’’ তবে আরজি কর হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক রূপনারায়ণবাবু বলেন, ‘‘ভবিষ্যতে হাতের হাড়ের অস্ত্রোপচার করতে হবে। প্লাস্টিক সার্জারিও করতে হবে। এক দিনে নয়। বার বার অস্ত্রোপচারের দরকার হবে।’’ সেই সঙ্গে তাঁদের আশ্বাস, এই মুহূর্তে হাত কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি নেই।

অরিন্দমবাবুর ডান হাতের কব্জির উপরের অংশে ‘রেডিয়াস’ ও ‘আলনা’, দু’টি হাড়ই একাধিক জায়গায় ভেঙে গিয়েছে। প্রচুর কলাকোষ (‘টিস্যু’) নষ্ট হয়ে গিয়েছে। অস্ত্রোপচার এবং নানা প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ করা হয়েছে বলে ওই হাসপাতালের তরফে জানানো হয়। এ দিন অরিন্দমবাবুর স্বাস্থ্য পরীক্ষা করে এসএসকেএম-এর ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার সায়েন্সের (কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি) শিক্ষক চিকিৎসক শান্তনুবাবু বলেন, ‘‘রাজ্য সরকারের তরফে আমাদের পাঠানো হয়। উনি কেমন আছেন, চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, তা খতিয়ে দেখি।’’

তা হলে কলকাতার এই বিশেষজ্ঞ চিকিৎসকেরা দুর্গাপুরে সাহায্যের প্রয়োজন হলে আসবেন কি? এ প্রশ্ন শুনে শান্তনুবাবু বলেন, ‘‘আমাদের আসার দরকার নেই। এই হাসপাতালের চিকিৎসকেরাই যথেষ্ট।’’ হাসপাতালের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অরিন্দমবাবুর স্ত্রী বরুণাদেবী। তাঁর কথায়, ‘‘এখানে খুবই ভাল চিকিৎসা হচ্ছে।’’ হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক সত্যজিৎ বসু বলেন, ‘‘অরিন্দমবাবুকে সুস্থ করার জন্য চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যা যা করা দরকার, আমরা সবই করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clash Injured BJP TMC police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE