Advertisement
০২ নভেম্বর ২০২৪

উন্নয়ন প্রকল্পে শৌচাগার স্কুলে

কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ বিদ্যালয় অভিযান’ প্রকল্পে সাড়া দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল-এর রাজবাঁধ শাখার পাইপলাইন বিভাগ (এইচএমআরবিপিএল) গলসি ১ ব্লকের ঝারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে দু’টি শৌচাগার নির্মাণ করেছে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:৪৮
Share: Save:

কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ বিদ্যালয় অভিযান’ প্রকল্পে সাড়া দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল-এর রাজবাঁধ শাখার পাইপলাইন বিভাগ (এইচএমআরবিপিএল) গলসি ১ ব্লকের ঝারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে দু’টি শৌচাগার নির্মাণ করেছে। পাইপলাইন বিভাগের তরফে ইঞ্জিনিয়ার সৌম্যদীপ সাহু জানান, সামাজিক উন্নয়ন প্রকল্পে ওই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচাগার গড়া হয়েছে। পড়ুয়াদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। বিভাগীয় প্রধান তথা ডিজিএম ডি দাস মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘‘স্বাস্থ্যবিধি বজায় রাখতে সবার জন্য শৌচাগার গড়া জরুরি। আমাদের সংস্থা ভবিষ্যতেও সাধ্য মতো এমন উদ্যোগে সাড়া দেবে।’’ স্কুল কর্তৃপক্ষকে শৌচাগার ও পানীয় জল সরবরাহ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সাফাইয়ের ব্যবস্থা করার আর্জি জানান তিনি। ছিলেন বিভাগের সিনিয়র অপারেশন ম্যানেজার জয়দেব মান্না।

অন্য বিষয়গুলি:

Toilet Indian Oil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE