দুর্ঘটনার পরে রাস্তার ধারে উল্টে গাড়িটি। নিজস্ব চিত্র
তীর্থযাত্রায় বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন। জখম ১৪ জন। মঙ্গলবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কের উপরে বর্ধমানের গোদা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ কলকাতার দিক থেকে দুর্গাপুরের দিকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। গোদা এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে বাঁ দিকে থাকা একটি গাছে ধাক্কা মারে ভ্যানটি। তার জেরে গাছটিই উপড়ে যায়। এর পরে ফের গাড়িটি অন্য একটি বড় গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। জখম হন পিকআপ ভ্যানে থাকা আরও ১৪ জন। সকলকেই উদ্ধার করে এলাকাবাসী অনাময় হাসপাতালে ভর্তি করান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় চায়ের দোকানদার মীর হীরা হোসেনের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনার পরে সবাই ছিটকে পড়েন। অনাময় হাসপাতালে চিকিৎসাধীন বিগু বিদে জানান, তাঁরা সকলেই বিহারের কৈমুর জেলার সাহাবাজপুর থেকে নানা জায়গায় তীর্থ করতে বেরিয়েছিলেন। সোমবার তাঁরা কলকাতায় কালীঘাটে পুজা দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, ‘‘গাড়িতে ন’জন মহিলা-সহ ১৮ জন ছিলেন।’’ হাসপাতাল সূত্রে জানা যায়, জখমদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, মৃতদের নাম-পরিচয় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। জখমেরা একটু সুস্থ হলে ঘটনার বিষয়ে বিশদে কথা বলা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy