Advertisement
০৪ অক্টোবর ২০২৪
police

Police: পাখির বাসা তৈরি পুলিশের

রঙিন দড়িতে ঝুলিয়ে গাছের নানা অংশে শনিবার বেঁধে দেওয়া হয় প্রায় ৫০ টি কৃত্রিম বাসা।

গাছে কৃত্রিম বাসা।

গাছে কৃত্রিম বাসা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ০৮:১২
Share: Save:

থানার পাশে পুরনো বট গাছে ভিড় বাড়ছিল নানা পাখির। সেই সংখ্যা বাড়াতে গাছের ডালপালায় কৃত্রিম বাসা ঝুলিয়ে দিল পুলিশ। নাদনঘাটা থানা সূত্রে জানা গিয়েছে, বটগাছে হরিয়াল-সহ নানা পাখির সংখ্যা বাড়ার বিষয়ে ওসি সুদীপ্ত মুখোপাধ্যায় পক্ষীপ্রেমীদের পরামর্শ নেন। তাঁদের পরামর্শেই তৈরি করা হয় ছোট-ছোট বাসা। রঙিন দড়িতে ঝুলিয়ে গাছের নানা অংশে শনিবার বেঁধে দেওয়া হয় এমন প্রায় ৫০টি বাসা। পুলিশকর্মী অশ্রুজিৎ সামন্ত-সহ বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারের উদ্যোগে এই কাজ করা হয়। ‘গাছ মাস্টার’ বলে পরিচিত শিক্ষক অরূপ চৌধুরীর বক্তব্য, ‘‘চোরাশিকার ও জমিতে কীটনাশক প্রয়োগের ফলে হরিয়ালের সংখ্যা ক্রমে কমছে। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও পাখি রক্ষায় এগিয়ে আসতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE