ফাঁকা বাড়িতে ছাত্রীর মৃত্যুরহস্যের কিনারার পথে কিছুটা এগোল পুলিশ। গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের রসুলপুরের ঘটনায় প্রতিবেশী এক যুবককে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে পাওয়া নানা সূত্রও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার রসুলপুরের নতুন গেট এলাকায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে রবীন্দ্রনাথ সরকার ওরফে পলাশ নামে এক প্রতিবেশী যুবককে। মৃত ছাত্রীর বাড়ির কাছেই বাডি পলাশের। পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানান ওই গ্রেফতারের কথা। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি তিনি। মৃত ছাত্রীর এক আত্মীয় বলেন, ‘‘মেয়েটি খুবই নম্র এবং ভদ্র ছিল। একটি ছেলের সঙ্গে তার প্রেম ছিল। সে কথা বাড়ির লোকজন জানত। কয়েক মাস পরে মেয়েটি সাবালিকা হলে তার বিয়ের দেওয়া হবে বলে স্থির করা হয়েছিল। ওর মতো মেয়েকে কেউ খুন করতে পারে, তা মেনে নেওয়া যাচ্ছে না।’’ ছাত্রীর আত্মীয়দের অনুমান, ভোরবেলা কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল বাড়িতে। তাকে চিনে ফেলাতেই ওই ছাত্রীকে খুন করা হয়েছে। ছাত্রীর ওই আত্মীয় জানিয়েছেন, যে গ্রেফতার হয়েছে, তার জিভে ক্ষতচিহ্ন রয়েছে। ওই আত্মীয়ের মতে, ছাত্রী বাধা দিয়েছিল, তার জেরেই জিভে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে।
আরও পড়ুন:
-
এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় সিবিআইয়ের চার্জশিট, অভিযুক্ত পার্থ, কল্যাণময়-সহ ১৬
-
উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে ডাকা হল দেড় হাজার চাকরিপ্রার্থীকে, পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে
-
কাবুলের বিস্ফোরণে হত শতাধিক পড়ুয়া, আহত বহু, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন আত্মঘাতী হামলা
-
অ্যাম্বুল্যান্সে থরে থরে ২,০০০-এর বান্ডিল দেখে থ পুলিশ, নোটে লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া’!
রসুলপুর নতুন রাস্তায় দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে থাকেন এক মহিলা। তিনি সব্জি আনতে প্রতি দিন মেমারি যান। বৃহস্পতিবার সেই সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে তাঁর বছর সতেরোর মেয়েকে কেউ খুন করে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী এক যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।