Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Youth Arrested

বাড়ির সামনে নাচগান! যুবক গ্রেফতার বর্ধমানে

পুলিশ জানিয়েছে, রাতে রোহন-সহ কয়েক জন যুবক কৃষ্ণপুরের বাসিন্দা হেলিম শেখের বাড়ির সামনে মত্ত অবস্থায় চিৎকার-চেঁচামেচি ও নাচগান করছিল।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২৩:৫৪
Share: Save:

বাড়ির সামনে মত্ত অবস্থায় নাচগানের প্রতিবাদ করায় এক ব্যক্তি ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম রোহন মল্লিক। বর্ধমান থানার কৃষ্ণপুরের পূর্বপাড়ায় ধৃতের বাড়ি। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ অক্টোবর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

পুলিশ জানিয়েছে, রাতে রোহন-সহ কয়েক জন যুবক কৃষ্ণপুরের বাসিন্দা হেলিম শেখের বাড়ির সামনে মত্ত অবস্থায় চিৎকার-চেঁচামেচি ও নাচগান করছিল। হেলিম তাঁদের তা বন্ধ করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তাঁকে লাঠি, রড ও হাতে পাঞ্চ লাগিয়ে মারধর করে। তাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে এলে স্ত্রীকেও মারধর করা হয়। মারধরে জখম দম্পতির বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে হেলিম নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অন্য বিষয়গুলি:

Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE