প্রতীকী ছবি।
কয়লা শিল্পের বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ফের ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ (জ্যাক) আগামী ১৮ অগস্ট দেশে ২৪ ঘণ্টার কয়লা শিল্প ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই নানা কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাঁচটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনকে নিয়ে তৈরি ‘জ্যাক’-এর নেতৃত্ব।
কোল ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ৫০টি কোল ব্লক বিক্রির জন্য ১৮ জুন দরপত্র ডাকা হয়েছিল। ৪১টির ক্ষেত্রে নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি ন’টির ক্ষেত্রে নিলামে যোগ দেওয়ার শেষ দিন ১৮ অগস্ট। তাই, ওই দিনটিকেই ধর্মঘটের দিন হিসেবে বেছে নেওয়া হচ্ছে বলে জানান ‘জ্যাক’ নেতৃত্ব। ধর্মঘটের প্রস্তুতি হিসেবে আগামী ১ অগস্ট থেকে প্রতিটি কোলিয়ারিতে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ‘জ্যাক’-এর ইসিএল শাখার আহ্বায়ক রামচন্দ্র সিংহ। আগামিকাল, সোমবার থেকে প্রতিটি এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখানো হবে। তবে, এ বারেও, ধর্মঘটে যোগ দিচ্ছে না তাঁদের সংগঠন, জানান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি-র সাধারণ সম্পাদক হরেরাম সিংহ। যদিও তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আলাদা ভাবে লড়াই চালিয়ে যাব।’’ শনিবার কোল ব্লক বিক্রি ও কয়লা শিল্পে বেসরকারিকরণের বিরোধিতা-সহ নানা বিষয়ে অণ্ডালের মুকুন্দপুর কোলিয়ারিতে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান শ্রমিকদের একাংশ। শ্রমিক নেতা জয়ন্ত রায় জানান, কয়লা শিল্পে ধর্মঘটের সমর্থনেই এই বিক্ষোভ।
এ দিকে, ইসিএল-এর সিএমডি এর কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, গত ২ থেকে ৪ জুলাই কয়লা শিল্পে ধর্মঘটের জেরে তাঁদের সংস্থার প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতি হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy