এলাকায় সিবিআই এবং ইসিএল-এর ভিজিল্যান্স আধিকারিকদের দল। —নিজস্ব চিত্র।
অবৈধ কয়লা উত্তোলন রুখতে যৌথ অভিযান সিবিআই এবং ইসিএল-এর ভিজিল্যান্স আধিকারিকদের। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত লছিপুর, হরিশপুর, জেকে রোজওয়েজ-সহ বেশ কিছু জায়গায় অভিযান চালান তাঁরা। আগামী কয়েক দিন ধরেও সমস্ত কোলিয়ারি ঘুরে দেখার কথা তাঁদের।
আসানসোল-দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চলের কোলিয়ারি থেকে অবৈধ ভাবে কয়লা উত্তোলনের অভিযোগ বহু দিনের। তাই মাটির নীচে কত কয়লা রয়েছে এবং রোজ কত পরিমাণ কয়লা উত্তোলন করা হয়, সে সবের হিসাব-নিকাশ করবেন ওই আধিকারিকরা। কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এলাকা পর্যবেক্ষণ করছেন ৩০-৩৫ জনের ওই দল।
কোলিয়ারির কোনও আধিকারিক এই বেআইনি কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কি না তা-ও খতিয়ে দেখবেন ওই আধিকারিকরা। এই শিল্পাঞ্চলে কারা অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত, তা-ও খুঁজে বার করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy