Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Bengal Coal Scam

Coal scam: কয়লা পাচার-কাণ্ডে অনুপের চার সহযোগীকে জেল হেফাজতের নির্দেশ সিবিআই আদালতের

গত ২৭ সেপ্টেম্বর ওই চার জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১৮:৫৮
Share: Save:

কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার চার সহযোগীকে জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। ৮ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে রাখা হবে।

গত ২৭ সেপ্টেম্বর ওই চার জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই চার জনের নাম— জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, গুরুপদ মণ্ডল এবং নীরদ মণ্ডল। তদন্তকারীদের ধারণা, লালার সহযোগী হিসাবেই কাজ করত ওই চার জন। ধৃতেরা বহু দিন ধরেই ওই চক্রের সঙ্গে জড়িত। তাদের দায়িত্ব ছিল মূলত পরিত্যক্ত খাদান থেকে কয়লা তোলা এবং তা বিভিন্ন জায়গায় পাঠানো। তাদের সঙ্গে প্রশাসনিক স্তরের পাশাপাশি প্রভাবশালী কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর সিবিআই সূত্রে।

শুক্রবার সিবিআই আদালত রায় দিয়ে জানিয়েছে, তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করলে জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।

অন্য বিষয়গুলি:

Bengal Coal Scam anup majhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE