Advertisement
২২ জানুয়ারি ২০২৫

কনের সাজেই সিএএ-প্রতিবাদ

এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য অন্তরার এই কাজকে স্বাগত জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য, পড়শি ও অতিথিদের বড় অংশই।

অন্তরা ঘোষ। নিজস্ব চিত্র

অন্তরা ঘোষ। নিজস্ব চিত্র

নিজস্ব সবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share: Save:

ফুল দিয়ে সাজানো মঞ্চে বসে রয়েছেন কনে। অতিথিরা শুভেচ্ছা জানাচ্ছেন। প্রতি-শুভেচ্ছাও জানাচ্ছেন কনে অন্তরা ঘোষ। কিন্তু সেখানেই ‘ব্যতিক্রম’। অন্তরার হাতে ধরা প্ল্যাকার্ড। তাতে এনআরসি, সিএএ, এনপিআর-এর বিরোধী-বার্তা দেওয়া হয়েছে। কেন এমন কাজ, তা আসানসোলের মুর্গাসোলের বাসিন্দা এসএফআই নেত্রী অন্তরা হাসিমুখে বুঝিয়েও দিচ্ছেন অতিথিদের। শুক্রবারের ঘটনা।

এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য অন্তরার এই কাজকে স্বাগত জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য, পড়শি ও অতিথিদের বড় অংশই। কিন্তু কেন এমন প্রতিবাদ? অন্তরা বলেন, ‘‘সমাজ ও সাধারণ মানুষের স্বার্থেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনটিকে বেছে নিয়েছি। এটা আদর্শগত প্রতিবাদ।’’

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সূত্রেই অন্তরার বাম-রাজনীতির প্রতি আকর্ষণ। ২০১১-য় আসানসোলের বিবি কলেজে সক্রিয় ছাত্র রাজনীতি শুরু। ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও ছিলেন অন্তরা। পরে সংগঠনের জেলা কমিটির সভানেত্রী হন। ২০১৮-য় সংগঠনের রাজ্য কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। ওই বছরেই পান সিপিএমের সদস্যপদও।

কিন্তু মেয়ে যে বিয়ের মঞ্চে এই কাজ করবে, তা আগেভাগে টের পাননি পরিবারের সদস্যেরা। তবে অন্তরার বাবা পেশায় সাহিত্যকর্মী উজ্জ্বলবাবু বলেন, ‘‘মেয়ের কাজটিকে সম্মান ও সমর্থন করছি।’’ একই কথা বলেন অন্তরার মা মাধবীদেবীও। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অতিথিরাও বলাবলি করেছেন, এমন প্রতিবাদের কারণেই একটা অন্যরকম অভিজ্ঞতা হল।

অন্য বিষয়গুলি:

CAA Wedding Citizenship Amendment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy