অপেক্ষা কবে চালু হবে ট্রেন। নিজস্ব চিত্র।
শিয়ালদহ, হাওড়ার বিভিন্ন শাখায় লোকাল ট্রেন চলবে বুধবার থেকে। তবে চালু হচ্ছে না বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে। ফলে ক্ষোভে প্রকাশ করছেন এই সব এলাকার মানুষেরা। এলাকার জনপ্রতিনিধিরাও এই লাইনগুলিতে লোকালের দাবিতে সরব হয়েছেন।
সামাজিক দূরত্ব, করোনা বিধি মেনেই ট্রেন চলবে বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড শাখায়। এই লাইনে আপাতত ৪৮টি লোকাল ট্রেন চালুর কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্ধমান-কাটোয়া রেলপথে ৪টি লোকাল চললেও বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে কোনও লোকাল ট্রেন চালুর কথা জানানো হয়নি। এতেই ক্ষোভ বেড়েছে এলাকার বাসিন্দাদের।
বর্ধমান-রামপুরহাট রেল শাখায় প্রতিদিন ১০ জোড়া লোকাল ট্রেন চলত। এই রেলপথকে পূর্ব বর্ধমানের একাংশ ও বীরভূম জেলার লাইফ লাইন বলা চলে। অথচ প্রথম পর্যায়ে এই রেলপথে একটিও লোকাল ট্রেন চালু হবে না। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার বলেন, ‘‘লোকাল ট্রেন চালু তো করতেই হবে। না হলে মানুষজন বড় সমস্যায় পড়বেন।’’ গুসকরা-সহ গোটা এলাকার নিত্যযাত্রীদের দাবি, দ্রুত বর্ধমান-রামপুরহাট লাইনে ট্রেন চালু করা হোক। একই দাবি করেছেন, গলসির বিধায়ক অলোক মাঝি। তিনি বলেন, ‘‘বর্ধমান-আসানসোল একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এখানে কেন লোকাল ট্রেন চালু করার বিষয়ে রেল নীরব তা বোঝা যাচ্ছে না।’’
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘‘এই লাইনগুলিতে ট্রেন চালানো নিয়ে এখনও তাঁর কাছে কোনও খবর নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy