Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Anubrata Mondal

Asansol by election: লালবাতি লাগানো গাড়ি নিয়ে প্রচারে অনুব্রত ও মলয়! কমিশনে অভিযোগ

জাতীয় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছে বিরোধীরা। এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

এই লালবাতি লাগানো গাড়িকে কেন্দ্র করেই অভিযোগ

এই লালবাতি লাগানো গাড়িকে কেন্দ্র করেই অভিযোগ নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ২১:২৬
Share: Save:

আদর্শ আচারণবিধি ভেঙে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক লালবাতি লাগানো গাড়িতে আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে কর্মিসভা করছেন বলে অভিযোগ করল সিপিএম ও বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনে এ নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছে তারা। অভিযোগের পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল।

আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ, ‘‘জাতীয় নির্বাচন কমিশন আছে। আশা করি, তারা এই বিষয়টি দেখবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘লালবাতি লাগানো গাড়ি নিয়ে তৃণমূল নেতা ও মন্ত্রীরা আসানসোলের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’’

একই অভিযোগে সরব হয়েছে সিপিএমও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘বাংলার পুলিশ ও প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। যে কোনও ভোটেই রাজ্যের শাসকদলকে পুলিশ ও প্রশাসনের উপর ভরসা করতে হয়।’’

যদিও বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান তথা দলীয় প্রার্থীর নির্বাচনী এজেন্ট অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রাজ্য সরকার মন্ত্রী মলয় ঘটক ও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গাড়িতে লালবাতি লাগানোর অনুমতি দিয়েছে। নির্বাচনী আচরণবিধি তো শুধু আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য রয়েছে। তাঁরা দু’জন আসানসোলে কোথাও লালবাতি লাগানো গাড়ি নিয়ে যাচ্ছেন না। আসানসোলের বাইরে তারা লালবাতি ব্যবহার করতেই পারেন।’’

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal Malay Ghatak TMC Assansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy